Teachers’ Day 2023: আজ শিক্ষক দিবস স্পেশাল! এই ৫টি জোকস পড়লে হাসতে হাসতে খিল ধরবে পেটে

১।  শিক্ষক: প্রমিত, ‘আই লাভ ইউ’ কে আবিষ্কার করেছে?
প্রমিত: চায়না কোম্পানি
শিক্ষক: (অবাক হয়ে) কী করে বুঝলে বাবা?
প্রমিত: এর কোনও গ্যারান্টি নেই! আবার কোয়ালিটিও নাই। টিকলে সারাজীবন টেঁকে, না টিকলে দুদিনও টেঁকে না।

(আরও পড়ুন: সাত সকালেই পেটফাটা হাসি চান? তাহলে তো পড়তেই হবে দিনের সেরা ৫ জোকস)

২। ক্লাস ওয়ানের বল্টুকে শিক্ষকের প্রশ্ন—
শিক্ষক: বলতো বল্টু, পৃথিবীর সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
বল্টু: হাতি স্যার!
শিক্ষক: কেন?
বল্টু: দেখেননি স্যার? হাতি সব সময় খুশিতে তার দাঁত বের করে রাখে!

(আরও পড়ুন: আজ আকাশের মুখ ভার! তবে আপনার মুখ থাকুক হাসিতে উজ্জ্বল, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। শিক্ষক : যদি কখনও দেখ, কেউ জলে ডুবে যাচ্ছে,তখন সঙ্গে সঙ্গে চুল ধরে টেনে তাকে উদ্ধার করবে।

এ কথা শুনে এক..

ছাত্র: স্যা আপনি যদি ডুবে যান তাহলে কী হবে?

শিক্ষক: কেন আমাকেও তাই করবি?

ছাত্র : কিন্তু আপনার মাথায় তো চুল নেই।

(আরও পড়ুন: এক মিনিটে দূর হবে সব চাপ! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন, ‘আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না। কে সবচেয়ে অলস?

৪৯ জন ছাত্র হাত তুলল।

স্যর হাত না তোলা ছাত্রকে জিজ্ঞেস করলেন, ‘তুমি হাত তুলছ না কেন?’

ছাত্র জবাব দেয় স্যার, হাত তুলতে কষ্ট হয়!

(আরও পড়ুন: আজ হাসির দেবতা সকলের মঙ্গল করুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৫। শিক্ষক: কী নাম তোমার?

ছাত্র: এমপি

শিক্ষক: মানে কী?

ছাত্র: মদন পাল

শিক্ষক: তোমার বাবার নাম কী?

ছাত্র: এমপি-মানে মোহন পাল স্যার

শিক্ষক: শিক্ষাগত যোগ্যতা

ছাত্র: এমপি

শিক্ষক: এর মানে আবার কী?

ছাত্র: মেট্রিক পাস

শিক্ষকঃ কী কারণে চাকুরি দরকার?

ছাত্র: এমপি-মানি প্রবেলেম