গড়াপেটার গুরুতর অভিযোগ, গ্রেফতার ধোনির প্রাক্তন সতীর্থ, ঝড় উঠল বাইশ গজে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের শিরোনামে ফের উঠে এল ম্য়াচ গড়াপেটা! বুধবার শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়কে (Sachithra Senanayake) গ্রেফতার হলেন ম্যাচ ফিক্সিংয়ের গুরুতম অভিযোগে। স্পোর্টস করাপশন ইনভেস্টিগেশন ইউনিটের (Sports Corruption Investigation Unit) কাছে এদিন সকালে সচিত্র আত্মসমর্পণ করেছেন। তারপরেই গ্রেফতার করা হয় কুমার সঙ্গাকরাদের সতীর্থকে। তিন সপ্তাহ আগে সচিত্রের বিদেশ সফরে ফতোয়া জারি করেছিল আদালত। 

আরও পড়ুন: Sunil Gavaskar: ‘আসল নাম ভারত, তবে…!’ বিতর্কের আগুনে ঘি কিংবদন্তির, তাঁর মুখে এ কী কথা?

২০২০ সালে অনুষ্টিত লঙ্কা প্রিমিয়র লিগে সচিত্র দুই খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের জন্য জড়িয়ে ছিলেন! তাঁদের ফোন করে তিনি প্রস্তাব দিয়েছিলেন ম্যাচ গড়াপেটার জন্য়। এরপর সেই দুই ক্রিকেটার তাঁর বিরুদ্ধে অভিযোগ করলে, তদন্ত শুরু হয়। এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২০১২-২০১৬ পর্যন্ত সচিত্র দেশের হয়ে ৪৯ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ২৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। মাত্র একটি টেস্টই খেলেছেন সচিত্র। এদিন কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আদালত, অভিবাসন ও অভিবাসন নিয়ন্ত্রক জেনারেল কন্ট্রোলারকে নির্দেশ দিয়েছে সচিত্রকে তিন মাস ভ্রমণ থেকে বিরত রাখার। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রকের বিশেষ তদন্তকারী শাখাকে সচিত্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করতে বলেছে।

বোলিং অলরাউন্ডার সচিত্র চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। ২০১৩ আইপিএলে তিনি ছিলেন ধোনির দলের গুরুত্বপূর্ণ সদস্য। মাত্র আট ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন নয় উইকেট। তাঁর সিএসকে-র হয়ে সেরা বোলিং পারফরম্য়ান্স ছিল ২ উইকেট নিয়ে ২৬ রান হজম করা। হলুদ জার্সিতে খেলার সময়ে ধোনির সঙ্গে সচিত্রর রসায়ন ছিল চর্চিত। ধোনি আউট করানোর জন্য যে ফন্দি আঁটতেন, তা সহজেই বাস্তবায়িত করতেন সচিত্র। ফলে সাফল্যও পেয়েছিলেন রাতারাতি। আর চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাকে সচিত্রকে খেলাও কিন্তু সহজ ছিল না।

আরও পড়ুন: Australia | ICC World Cup 2023: তিন কমিয়ে এখন ১৫, তবুও চূড়ান্ত নয় দল! কী শুরু করেছেন কামিন্সরা?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)