ভোজেরহাটে বাইক বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা বেসরকারি বাসের, আহত প্রায় ৩০, গুরুতর ৪

বাইককে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা বেসরকারি বাসের। বুধবার দুপুরে বাসন্তী এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনায় গুরুতর আহত বাসের চালক – কনডাক্টরসহ ৪ জন। বাসের অন্তত ২৫ জন যাত্রীরও কম বেশি আঘাত লেগেছে।

বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী এক্সপ্রেসওয়ের ভোজেরহাট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবর বেলা একটা নাগাদ বি – গার্ডেন ধামাখালি রুটের একটি বাসের সামনে একটি মোটরসাইকেল চলে আসে। মোটরসাইকেলে ছিলেন ২ জন আরোহী। তাঁদের বাঁচাতে গিয়ে বাস রাস্তার ধারের দিকে ঘুরিয়ে দেন চালক। তখন একটি গাছে ধাক্কা মারে দ্রুতগামী বাসটি। মোটরসাইকেটি বাসের নীচে চাপা পড়ে।

সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন স্থানীয়রা। বাসের নীচ থেকে উদ্ধার করা হয় ২ মোটরসাইকেল আরোহীকে। তাঁদের অবস্থা গুরুতর। বাসের চালক ও খালাসিও গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কলকাতায় পাঠানো হয়েছে। বাসের অন্তত ২৫ জন যাত্রী কম – বেশি আঘাত পেয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তারা দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেন দিয়ে সরানোর ব্যবস্থা করে।

স্থানীয়দের অভিযোগ, বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে বেলাগাম গতিতে চলাচল করে যানবাহন। কোথাও যানের গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই।