Asia Cup 2023 Bangladesh Give Target 194 Runs Against Pakistan Super 4 Innings Highlights Gaddafi Stadium

লাহৌর: ঘরের মাঠে বল হাতে জ্বলে উঠলেন পাকিস্তানের পেসাররা (Pak vs Ban)। এশিয়া কাপের সুপার ফোরে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে দাপট দেখালেন তিন পাক পেসার – হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। প্রথমে ব্যাট করে মাত্র ১৯৩ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। ম্যাচ জিততে পাকিস্তানকে তুলতে হবে ১৯৪ রান।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তবে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন পাক পেসাররা। আগের ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন মেহেদি হাসান মিরাজ়। তবে বুধবার তিনি ব্যর্থ। দ্বিতীয় ওভারের প্রথম বলে কোনও রান না করে নাসিম শাহর বলে ফেরেন মিরাজ়। শাহিন শাহ আফ্রিদি তুলে নেন লিটন দাসকে। যিনি জ্বরের জন্য টুর্নামেন্টের শুরুর দিকে ছিলেন না। পরে দলে ফেরেন। কিন্তু মাত্র ১৬ রান করে ফিরলেন লিটন। হ্যারিস রউফের বলে ফেরেন মহম্মদ নঈম। তৌহিদ হৃদয়কেও তুলে নেন তিনি। একটা সময় ৯.১ ওভারে ৪৭/৪ হয়ে গিয়েছিল বাংলাদেশ। 

সেখান থেকে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার – শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনই লড়াকু হাফসেঞ্চুরি করেন। পঞ্চম উইকেটে ১০০ রান যোগ করেন দুজনে। শাকিব ৫৩ ও মুশফিকুর ৬৪ রান করেন। কিন্তু তাঁরা ফেরার পর আর পঞ্চাশ রানও যোগ করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩৮.৪ ওভারেই অল আউট হয়ে যায় তারা।

 

পাক বোলারদের মধ্যে সেরা রউফ। ৬ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। নাসিম শাহ নিয়েছেন ৩৪ রানে ৩ উইকেট। শাহিনের ১ উইকেট। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের পরের ম্যাচের আগে পেসারদের যে ফর্ম স্বস্তিতে রাখবে বাবর আজ়মদের শিবিরকে।               

আরও পড়ুন: এশিয়া কাপের সুপার ফোরে কবে ভারত-পাক দ্বৈরথ? দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial