Asia Cup 2023 Super 4 Shanto Out With Hamstring Injury Bangladesh Bring In Litton Das

লাহোর: আজ থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ। সুপার ফোরে জায়গা করে নিয়েছিল দুটো দলই। আজ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দেশ। ম্যাচের আগে বাংলাদেশ শিবিরের চিন্তা বাড়িয়ে চোটের জন্য ছিটকে গেলেন বাংলাদেশ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। বিসিবির তরফে জানানো হয়েছে, রিহ্যাবের জন্য় দেশে ফিরছেন শান্ত। বিশ্বকাপের আগের দ্রুত সুস্থ হয়ে ওঠেন যাতে শান্ত, তার জন্যই বিসিবির মেডিক্যাল দল চেষ্টা করবে। সূত্রের খবর, এদিনের ম্য়াচে শান্তর বদলে দলে ঢুকে পড়ছেন লিটন দাস। (Litton Das) যিনি আবার জ্বর সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সম্প্রতি। 

লিগ পর্বে ভাল পারফর্ম করেছে বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তান (Pakistan) দুই দলই। পাক ব্য়াটারদের মধ্য়ে নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাবর আজম বাবর আজম ও ইফতিকার আহমেদ। শাহিন শাহ আফ্রিদির ঝুলিতে এসেছে ৪ উইকেট। অন্যদিকে, গ্রুপ পর্বের ম্যাচে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে জয় পায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে মেহেদি ও শান্তর জোড়া সেঞ্চুরি এবং তার সঙ্গে চার উইকেট তুলে নেন তাসকিন আহমেদ যা আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় তুলে নিতে সাহায্য করে বাংলাদেশকে।

এই সুপার ফোরের পাঁচ ম্যাচ ও ফাইনাল কলম্বোতে খেলার কথা। কিন্তু শ্রীলঙ্কার রাজধানীতে বিগত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হওয়ার জেরে ভেন্যু বদলের কথা শোনা যাচ্ছিল। তবে তা হচ্ছে না। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এশিয়া কাপের (Asia Cup 2023) ম্যাচগুলি আয়োজিত হতে চলেছে।

ইতিমধ্যেই ক্যান্ডিতে বৃষ্টির জেরে ভারত-পাকিস্তানের ম্যাচ ভেস্তে গিয়েছে। ভারত-নেপাল ম্য়াচেও বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। টুর্নামেন্টের পরের দিকে ম্যাচগুলিতে যাতে এই সমস্যা না হয়, সেই কারণেই ভেন্যু বদলের কথা বলছিলেন অনেকে। বিকল্প হিসাবে হাম্বানতোতার নাম নাম শোনা যাচ্ছিল। যেহেতু হাম্বানতোতায় সম্প্রতি একেবারেই বৃষ্টি হচ্ছে না। সেই কারণেই শ্রীলঙ্কান ক্রিকেটের তরফেও হাম্বানতোতায় ম্যাচ আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ শ্রীলঙ্কা ক্রিকেট, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টুর্নামেন্ট সম্প্রচারকারী সংস্থার সঙ্গে আলোচনা করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতেই সুপার ফোর ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে বলে সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)।

সম্প্রচারকারী সংস্থার তরফে জানানো হয় এই মুহূর্তে সমস্ত সরঞ্জাম এত দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে কলম্বোতেই ম্যাচগুলি আয়োজিত হবে। সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। এই ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় নয়, পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত হবে। সুপার ফোরের শ্রীলঙ্কান লেগ শুরু হবে ১০ সেপ্টেম্বর, রবিবার থেকে। সেই ম্যাচে ফের একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে।