Defending Champion Argentina Starts As Favorite When South American World Cup Qualifying Kicks Off

বুয়েনস আইরেস: কাতারের মাটিতে বিশ্বজয়ের পর তিনি জানিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে চান আরও কিছুদিন। যদিও আমেরিকায় ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন না বলেই ইঙ্গিত দিয়েছিলেন।

সেই অবস্থান কি বদলাতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)? ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন কিংবদন্তি মেসি। নীল সাদা জার্সিতে আবারও মেসির বাঁ পায়ের ম্যাজিক দেখতে পাবে বিশ্ব ফুটবল। আর্জেন্তিনার (Argentina) জার্সি গায়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মাঠে নামবে আর্জেন্তিনা। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে খেলতে নামবে ইকুয়েডর। সেই ম্যাচেই ফের খেলতে নামবেন মেসি। তারপর থেকেই জল্পনা চলছে, পরের বিশ্বকাপেও মেসিকে দেখা যাবে কি না, তা নিয়ে।

পরের বিশ্বকাপে ৩২টির পরিবর্তে খেলার কথা ৪৮টি দলের। তাই দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৬টি দল যোগ্যতা অর্জন করবে। এতদিন যেখানে ৪টি দল করত। পাশাপাশি সপ্তম দল সুযোগ পাবে প্লে অফ খেলার। আর্জেন্তিনা, ব্রাজিল এবং উরুগুয়ের মতো দলের বিশ্বকাপে খেলা কার্যত নিশ্চিত। যোগ্যতা অর্জন পর্ব চলবে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

 

ইকুয়েডর ম্যাচের জন্য আর্জেন্তিনা দলে রয়েছেন ৩৬ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন মেসি। তবে এখন প্রশ্ন হল মেসি যদি যোগ্যতা অর্জনের ম্যাচে খেলেন তাহলে কি তিনি বিশ্বকাপের মূল পর্বেও খেলবেন। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের কোচ লিওনেল স্কালোনি অবশ্যই চান তাঁর দলে মেসি থাকুক। ২০২৬ বিশ্বকাপে স্কালোনির দলে মেসির জন্য একটি জায়গা রেখে দেওয়া হয়েছে। জানুয়ারিতে স্কালোনি বলেছিলেন, ‘আমি মনে করি মেসি পরের বিশ্বকাপে খেলুক। ও কী চায়, তার উপরই ছেড়ে দেওয়া হয়েছে। সবটাই নির্ভর করবে ওর উপর। মেসি ভাল বোধ করছে কি না সেটা দেখতে হবে। মেসির জন্য দরজা সবসময় খোলা থাকবে। মাঠে ও থাকলে খুব ভালই হবে।’ 

আরও পড়ুন: এশিয়া কাপের সুপার ফোরে কবে ভারত-পাক দ্বৈরথ? দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial