রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আহত ২

রাজধানীতে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই জন আহত হন। তারা হলেন– শামছুর রহমান (২২) ও মো. রিপন (১৮)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে শামছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে আলাদা দুটি ঘটনায় আহত হন তারা। আহত শামছুর রহমান রাজধানীর বেসরকারি ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার স্বজনরা জানিয়েছেন, তার বাসা মিরপুরের মনিপুরে। বাবার নাম সরোয়ার, মা শামসুন নাহার।

শামসুর রহমানের স্বজনরা জানান, সে ধানমন্ডি শংকর এলাকায় একটি ক্লাস করতে যাচ্ছিল। মিরপুর থেকে ‘মিরপুর লিংক’ বাসে উঠেন। পথিমধ্যে রাত পৌনে ৮টার দিকে, মানিক মিয়া এভিনিউ ও ধানমন্ডি গভ: বয়েস স্কুলের সামনের রাস্তায় চলন্ত বাসে জানালা দিয়ে তার মোবাইলটি টান দেয় ছিনতাইকারী। সে দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীর পিছু নেয়।

কিছুদূর যেতেই কয়েকজন ছিনতাইকারী একত্রিত হয়ে তার ওপর উল্টো হামলা চালায়। এ সময় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা । 

খবর পেয়ে শেরে বাংলা নগর থানার পুলিশ হাসপাতালে ছুটে আসেন। ওই থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। ছেলেটির অবস্থা এ মুহূর্তে গুরুতর। তার রক্তের প্রয়োজন। অপারেশনের প্রস্তুতি চলছে। 

একই দিন রাতে নিউ মার্কেট থানার নীলক্ষেত এলাকার টেইলার্সের দোকানের এক কর্মচারী কাজ শেষে আজিমপুরে বটতলা এলাকার বাসায় যাচ্ছিল। রাত ১০টার দিকে আজিমপুর এলাকায় হয়ে যাওয়া পথে মোবাইলে কথা বলছিলেন রিপন। এ সময় ৫ থেকে ৬ জন যুবক তার পথরোধ করে। ছিনতাইকারীরা তার মোবাইল চাইলে সে দিতে না চাইলে মারধর করে। ছুরি দিয়ে আঘাত করে নগদ অর্থসহ মোবাইল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তার ভাই ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।