Bangla Dibas: এত হাঁকডাকের পর মমতা বললেন, বিল নয়, এটা প্রস্তাব, রাজ্যপালের অনুমতি লাগবে না

‘বাংলা দিবস’ পালন করতে রাজ্যপালের অনুমোদন দরকার নেই। কারণ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় কোনও বিল পাশ হয়নি, পাশ হয়েছে প্রস্তাব। আর প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানোর দরকার পড়ে না। বিরোধীরা কিছু জানে না তাই এই সব বলছে। এদিন বিধানসভার অধিবেশন শেষের পর সাংবাদিকদের এমন কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পাশ হয় ‘বাংলা দিবস’ পালন ও রাজ্য সংগীত স্বীকৃতি সংক্রান্ত বিল। রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সংগীতের স্বীকৃতি দেওয়া হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৬৭টি, বিপক্ষে ৬২। এদিন বিতর্কে অংশগ্রহণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা আজই রাজ্যপালের কাছে গিয়ে অনুরোধ করব এই বিলে যেন তিনি সই না করেন। জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, কে সমর্থন করল, কে করল না জানি না। আমরা ১ বৈশাখ ‘বাংলা দিবস’ পালন করব।

অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রী জানান, বাংলা দিবস পালনের জন্য রাজ্যপালের অনুমতির দরকার নেই। কারণ এদিন কোনও বিল পাশ হয়নি। পাশ হয়েছে প্রস্তাব। আর প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠাতে হয় না। শুধুমাত্র বিলেই রাজ্যপালের অনুমোদন লাগে।

মুখ্যমন্ত্রীর এই ব্যাখ্যায় আইনজ্ঞদের মত, বিধানসভায় গৃহীত প্রস্তাবের কোনও আইনি বৈধতা নেই। ফলে কেউ যদি ‘বাংলা দিবস’ পালন না করেন, বা ‘বাংলার মাটি, বাংলার জল’কে রাজ্য সংগীত হিসাবে স্বীকৃতি না দেন তাহলে তার বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। যার ফলে রাজ্য সরকারের গোটা উদ্যোগটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।