Bharat Jodo Yatra: ‘বিভেদ করার চেষ্টা করছে বিজেপি,’ ভারত জোড়ো যাত্রার বার্ষিকীতে সোচ্চার কংগ্রেস

আমন সিং

কংগ্রেস পার্টি বৃহস্পতিবার ভারত জোড়ো যাত্রার প্রথম বার্ষিকী পালন করল। প্রায় ১২টা রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত রাজ্য়ের উপর দিয়ে গিয়েছিল এই ভারত জোড়ো যাত্রা। প্রায় ৪ হাজার কিমি পেরিয়েছিল এই যাত্রা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই যাত্রায় অংশ নিয়েছিলেন। গোটা দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল এই ভারত জোড়া যাত্রা।

এদিন ভারত জোড়়ো যাত্রার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে কংগ্রেস চেয়ারম্যান( মিডিয়া অ্যান্ড পাবলিসিটি ডিপার্টমেন্ট) পবন খেরা একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন। তিনি বলেন,ঐতিহাসিক ভারত জোড়ো যাত্রার প্রথম বার্ষিকী। হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা দিয়েছিলেন রাহুল গান্ধী। ১০৪৫ দিনে ৪০০০কিমি পথ পেরিয়েছিলেন তিনি।

তিনি বলেন, এই যাত্রাকে কিমি দিয়ে মাপা যাবে না। স্বপ্ন, উৎসাহ, চোখের জল, আশা, হাসি, আবেগ জড়িয়ে ছিল সাধারণ মানুষের সঙ্গে। বহু ভাষার মানুষের সঙ্গে জড়িয়েছিল এই আবেগ। সেকারণেই ভারত এক ছাতার তলায় এসেছে। এটাই ভারত জোড়ো যাত্রার মূল সূত্র।

ভাষা, ধর্ম, জাতি নির্বিশেষে ভারত এক ছাতার তলায় এসেছে। পবন খেরা বলেন, ভারত যাতে ঐক্যবদ্ধ না হয় সেকারণে কিছু শক্তি চেষ্টা চালিয়ে যায়। তারা চায় না ঐক্যবদ্ধ ভারতকে গড়ে তুলতে। তারা ভারত আর ইন্ডিয়ার মধ্যে ফারাক করতে চাইছে। আপনি সোনাকে গোল্ড বললেও তার দাম কিন্তু বদলায় না। এই ইন্ডিয়া আর ভারতের মধ্যে একটা ফারাক টানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে উদয়নিধি স্ট্যালিনের সেই সনাতন ধর্ম মন্তব্য প্রসঙ্গে পবন খেরা বলেন, জাতীয় কংগ্রেস সর্বধর্ম সমণ্বয়ে বিশ্বাস করে। কোনও ধর্ম কারোর থেকে খাটো এরকম আমরা মনে করি না। কংগ্রেস এই মন্তব্যকে মানতে চায় না।

তিনি বলেন, ভারত জোড়ো যাত্রা একটা তীর্থযাত্রার মতো বিষয়। এই তীর্থযাত্রার কোনও শেষ নেই। আমরা আপনাকে নিশ্চিত করছি ভারত জোড়ো যাত্রার সঙ্গে জড়িয়ে থাকা আদর্শ, অনুপ্রেরণার কোনও শেষ নেই।