ICC: একুশের বিশ্বকাপে শুরু, এখনও লাগাতার যৌন হেনস্থা মহিলার! মুখে কুলুপ আইসিসি-র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চরম ন্য়াক্কারজনক ঘটনা ঘটে গেল খোদ আইসিসি-তে (International Cricket Council, ICC)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থারই এক মহিলা কর্মীকে যৌন হেনস্থা করেছেন, সেই সংস্থারই অত্যন্ত উচ্চপদস্থ আধিকারিক। লাগাতার এই যৌন হয়রানি চলে আসছে দুই বছরেরও বেশি সময় ধরে। এমনই গুরুতর অভিযোগে নড়ে গিয়েছে বাইশ গজ। তবে চমকে দেওয়ার মতো ঘটনা হল এই যে, বিখ্যাত এই সংস্থা এখনও কোনও পদক্ষেপ নেয়নি। অন্যদিকে হেনস্থার শিকার হওয়া মহিলা নিরাপত্তার কারণে অভিযোগ জানিয়ে মেইল করেননি। তিনি একটি এ ফোর পাতায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইসিসি-র এক আধিকারিককে। এমনটাই রিপোর্ট এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের।

আরও পড়ুন: ICC World Cup 2023: ফের বিপুল টিকিট ছাড়ছে বিসিসিআই! সংখ্যা জানলে চমকে যাবেন

আইসিসি-র ওই মহিলা কর্মী আইসিসি-র বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। ২০২১ টি-২০ বিশ্বকাপের আগে থেকেই তিনি কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এত বছর ধরে তিনি এই সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। কোনও বিচার তিনি পাননি। তবে এই প্রথমবার আইসিসি-র কোনও কর্মী যৌন হেনস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন। আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরিষ্কার লেখা আছে যে, ‘ক্রিকেটের সঙ্গে জড়িত প্রত্যেকেরই হেনস্থা, গালিগালাজ এবং ক্ষতি থেকে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা হিসাবে, আইসিসি সমস্ত অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এ যেন শর্ষের মধ্য়েই ভূত! 

এখনও পর্যন্ত আইসিসি-র একজন সিনিয়র আধিকারিকও তাঁদের কর্মীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মুখ খোলেনি। অথচ সামনেই আইসিসি-র শো-পিস ইভেন্ট রয়েছে। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হবে ভারতে। ১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ। ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর চলবে। 

আরও পড়ুন: Sunil Gavaskar | ICC World Cup 2023: বিশ্বকাপে ধুন্ধুমার হবেই এই দুয়ের! রোহিতের সংসারে অশান্তির গন্ধ পাচ্ছেন মহারথী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)