জমিসংক্রান্ত বিরোধে যুবককে হত্যার অভিযোগ

জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর সদর উপজেলার লাহড়ির হাট ঈশ্বরপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর থানার ওসি সুশান্ত কুমার সরকার।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার লাহিড়িরহাট ঈশ্বরপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে যুবলীগকর্মী রেজাউল করিম রাজুর (৩৮) সঙ্গে তার চাচাতো ভাইদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে এলাকায় সালিশ বসে। সালিশে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা আর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল করিমকে তার চাচাতো ভাই সহযোগীদের নিয়ে ছোরা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রেজাউল নিহত হওয়ার খবর জানাজানি হলে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ওসি জানান, সালিশ বৈঠকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি আর বিবাদের ঘটনায় রেজাউলকে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনও রাজনৈতিক বিষয় নয়, পারিবারিক বিষয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহিন বলেন, ‘রেজাউল করিম যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।’ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করার দাবি জানান তিনি।