Angry Patient: স্ক্রু ড্রাইভার নিয়ে ডাক্তারবাবুর উপর ঝাঁপিয়ে পড়ল রোগী, কেন জানেন?

সফদরজং হাসপাতালের অর্থোপেডিক বিভাগে কর্মরত ২৬ বছর বয়সি এক চিকিৎসক। স্ক্রু ড্রাইভার নিয়ে এক রোগী তার উপর ঝাঁপিয়ে পড়েন বলে খবর। এর জেরে তাঁর ঘাড়ে, তলপেটে, আঙুলে গভীর ক্ষত তৈরি হয়েছে। আহত চিকিৎসকের নাম রাহুল কালেভা। আপাতত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, ওই রোগীর হাতে চ্য়ানেল করা হয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু তিনি বার বার সেটা খোলার জন্য বলছিলেন। আর সেটা নিয়ে একটু দেরি করে ফেলেছিলেন চিকিৎসক। তারপরই ওই চিকিৎসকের উপর হামলা চালানো হয়।

পরে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকের উপর হামলার চালানোর অভিযোগ তার বিরুদ্ধে।

লাইভ হিন্দুস্তান সূত্রে খবর, তিনি আসলে গুজরাটের বাসিন্দা। দক্ষিণ দিল্লিতে বন্ধুদের সঙ্গে তিনি থাকতেন। সফদরজঙ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে তিনি কর্মরত। গত ৪ সেপ্টেম্বর জরুরী বিভাগে তিনি কর্মরত ছিলেন। দুপুর ১টা নাগাদ সেদিন ওই রোগী হাসপাতালে আসেন। কিছুক্ষণ পরে রোগী এসে বলেন হাত থেকে চ্যানেলটা খুলে দিন।

চিকিৎসক নার্সকে বলেন, এটা খুলে দেওয়ার জন্য। এরপরই চিৎকার শুরু করে দেন ওই চিকিৎসক। এরপর একটি স্ক্রু ড্রাইভার বের করে তিনি ভয় দেখাতে শুরু করেন। এরপরই তিনি ডাক্তারের ঘাড়ে আঘাত করেন।

তখন অপর এক চিকিৎসক তাকে কোনওরকমে বাঁচান। এক নিরাপত্তারক্ষী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি ওই রোগীকে কোনওরকমে ধরে ফেলেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু ওই রোগী কেন এভাবে রেগে গিয়ে হামলা চালালেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে যেভাবে হামলা চালিয়েছিল ওই রোগী তাতে বড় ঘটনা ঘটে যেতে পারত। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই চিকিৎসক। গোটা ঘটনায় হাসপাতালে শোরগোল পড়ে গিয়েছে।