Asia Cup: India Vs Pakistan Super Four Match To Have A Reserve Day Get To Know

কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপপর্বে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। ভারতীয় দলের ব্যাটিং হলেও রান তাড়া করতে নামতেই পারেনি পাক শিবির। শুধু এই ম্যাচেই নয়, বৃষ্টি থাবা বসিয়ে এবারের এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচেই। শ্রীলঙ্কায় আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। আগামীতে সুপার ফোরের ম্যাচগুলোও আয়োজিত হওয়ার কথা কলম্বোয়। এই পরিস্থিতিতে আগামী রবিবার ফের ভারত-পাক ম্যাচ আছে, তাও কি বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে? সমর্থকদের জন্য অবশ্য একটা খুশির খবর রয়েছে। এশিয়া ক্রিকেট কাউন্সিল এই ম্যাচের গুরুত্ব অনুধাবন করে একটি রিজার্ভ ডে-র ঘোষণা করেছে। রবিবার ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টির জন্য যদি খেলা বন্ধ হয়ে যায়, তবে সোমবার ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। তবে সুপার ফোরের অন্যান্য কোনও ম্য়াচের জন্য রিজার্ভ ডে ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০২৩ এশিয়া কাপের ফাইনাল আগামী ১৭ সেপ্টেম্বর। এই ম্য়াচটি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে। আবহাওয়া দফতর বলছে সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই। আর যদি তবুও বৃষ্টি হয়, তবে টুর্নামেন্টে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গ্রুপ পর্বে পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচেই বৃষ্টি খেলায় তাল কেটেছিল। আবহাওয়া দফতর থেকে এরকম আশঙ্কার কথা বলা হয়েছে। রবিবার ভারত-পাক ম্যাচ যদিও পাল্লেকেলেতে নয়, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। এছাড়াও সারাদিন বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। আর সন্ধ্যার পর অবনতি হবে আবহাওয়ার। 

গ্রুপ পর্বে নেপালকে একপেশেভাবে হারিয়েছিলেন বাবর আজ়মরা। ভারতও নেপালের বিরুদ্ধে সহজেই জিতেছিল। সুপার ফোরের চার দলের মধ্যে থেকে ফাইনালে জায়গা করে নেবে দুই দল। তাই ভারত-পাক ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকবেন সকলে। বৃষ্টিতে যাতে না সেই ম্যাচ ভেস্তে যায়, প্রার্থনা করছে গোটা ক্রিকেটবিশ্ব।

সুপার ফোরের সূচি এক নজরে

৬ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম বাংলাদেশ, শারজাহ, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে 

৯ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১০ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম ভারত, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১২ সেপ্টেম্বর, ভারত বনাম শ্রীলঙ্কা, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১৪ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১৫ সেপ্টেম্বর, ভারত বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১৭ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনাল, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে