Dr Abhijit Chowdhury at WHO: রাষ্ট্রসংঘের বৈঠকে ডাক কলকাতার বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরীর, কী নিয়ে বলবেন

বাংলার নামজাদা চিকিৎসক অভিজিৎ চৌধুরী। এবার তাঁর ডাক পড়ল নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের বৈঠকে।‌  রাষ্ট্রসংঘের সাধারণ সভার সহযোগী বৈঠকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত চিকিৎসক অভিজিৎ চৌধুরী বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। সোনারপুরের লিভার ফাউন্ডেশনের কর্ণধারও তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)-এর দক্ষিণ পূর্ব এশিয়া শাখার তরফে রাষ্ট্রসংঘের বৈঠকে উপস্থিত থাকবেন বাংলার বিশিষ্ট চিকিৎসক। আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের  এই সভা হবে। সেখানেই সহযোগী বৈঠকে দেখা যাবে তাঁকে।

(আরও পড়ুন: শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে মিশে গেল জ্যাজ, পপ! জ্ঞান মঞ্চ সাক্ষী থাকল অন্য গানের)

কলকাতার বাসিন্দা হলেও অভিজিৎ চৌধুরীর বড় হওয়া বীরভূম জেলাতেই। করোনা মহামারির সময় দিশেহারা পরিস্থিতির মধ্যে পড়েছিল সাধারণ মানুষ। তখন এই বিশিষ্ট চিকিৎসকের অগ্রণী ভূমিকা সবার নজর কাড়ে। করোনার সময় রাজ্য সরকার একটি  বিশেষ পরামর্শদাতা কমিটি তৈরি করেন। তার সদস্য ছিলেন এই বিশিষ্ট চিকিৎসক।

(আরও পড়ুন: জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ ছাড় ইন্ডিগোর! কবে পর্যন্ত চলবে জেনে নিন)

করোনা যোদ্ধা হিসেবেও অভিজিৎ চৌধুরীর ভূমিকা নজর কাড়ে বাংলার জনগণের। করোনা মোকাবিলা করতে তিনি একটি স্বেচ্ছাসেবী দলও গড়ে তুলেছিলেন।  বীরভূমের সিউড়ির নগরী গ্রামের বাসিন্দা অভিজিৎ চৌধুরী। এসএসকেএম হাসপাতালের গ্যাসট্রোএন্ট্রোলজিস্ট বিভাগের প্রধানও তিনি। শহরে লিভার প্রতিস্থাপনের ক্ষেত্রেও বিশেষ অবদান রয়েছে এই বিশেষ চিকিৎসকের। এর পাশাপাশি লিভার প্রতিস্থাপনেও নজির গড়েছেন তিনি। সাধারণ মানুষকে চিকিৎসার সুবিধা দিতে তৈরি করেছেন লিভার ফাউন্ডেশন।

শুধু চিকিৎসা ব্যবস্থা মধ্যেই সীমাবন্ধ নয় তাঁর কাজ। স্কুল ছুট পড়ুয়াদের পড়াশুনোর প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। গ্রামীন চিকিৎসা পরিষেবার উন্নতির লক্ষ্যে নিরলস কাজ করে চলেছেন অভিজিৎ। গ্রামীণ এলাকায় সুযোগ সুবিধা বাড়াতে লড়াই করে যাচ্ছেন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হল। মহামারি ও বিশেষ কিছু রোগ দূরীকরণ নিয়ে যে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই বৈঠকে।

বাঙালি চিকিৎসকের আন্তর্জাতিক মঞ্চে স্থান পাওয়া নিঃসন্দেহে গর্বের। এই নিয়ে আনন্দের আবহাওয়া চিকিৎসক মহলেও। অভিজিৎ চৌধুরীর এই আমন্ত্রণ আন্তর্জাতিক স্তরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার ছবি প্রতিফলিত করবে বলে মনে করা হচ্ছে।