Sports Highlights: মেসি ম্য়াজিকে আর্জেন্তিনার জয়, ইডেনে বিশ্বকাপ ট্রফি, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা: </strong>বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে জ্বলে উঠলেন লিওনেল মেসি। তাঁর গোলে জিতল আর্জেন্তিনা। ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ট্রফি শুক্রবার প্রদর্শিত হল ইডেনে। খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>জয়ী আর্জেন্তিনা</strong></p>
<p>বিশ্বজয়ের পর জাতীয় দলের জার্সিতে ফের এক বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। শুক্রবার ভারতীয় সময় ভোরের ম্যাচে ফ্রি কিক থেকে করা মেসির ম্যাজিক গোল জেতাল আর্জেন্তিনাকে (Argentina vs Ecuador)।</p>
<p>কাতার বিশ্বকাপে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করার কাণ্ডারি ছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। কিন্তু পরের বিশ্বকাপে আর্জেন্তিনাকে মূল পর্বে পৌঁছে দেওয়ার লড়াই শুরু করে দিলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে আরও একবার আর্জেন্তিনার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন <a title="মেসি" href="https://bengali.abplive.com/topic/messi" data-type="interlinkingkeywords">মেসি</a>। তাঁর চোখধাঁধানো ফ্রি-কিক থেকেই ১-০ গোলে ম্যাচ জিতল <a title="আর্জেন্তিনা" href="https://bengali.abplive.com/topic/argentina" data-type="interlinkingkeywords">আর্জেন্তিনা</a>।</p>
<p><strong>ইডেনে চাঁদের হাট</strong></p>
<p>শুক্রবার সন্ধ্যায় চাঁদের হাট ইডেনে (Eden Gardens)। একদিকে লিয়েন্ডার পেজ (Leander Paes), ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) মতো টেনিস ও ক্রিকেটের দুই কিংবদন্তি। অন্যদিকে দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া থেকে শুরু করে তিরন্দাজ দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায়, স্কোয়াশের সৌরভ ঘোষাল, ক্রিকেটার অশোক ডিন্ডা।</p>
<p>উপলক্ষ্য, ওয়ান ডে বিশ্বকাপ ট্রফির ইডেন সফর। শুক্রবার সন্ধ্যায় ইডেনে প্রদর্শিত হল বিশ্বকাপ ট্রফি। সঙ্গে আতসবাজির রোশনাই। অনুষ্ঠানের মূল আকর্ষণ লিয়েন্ডার। সিএবি যে লিয়েন্ডারকে ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে আনতে চাইছে, গত ২২ অগাস্ট তা প্রথম লিখেছিল এবিপি আনন্দ। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সেই উদ্যোগ ফলপ্রসূ হল।</p>
<p>আর ইডেনে এসে লিয়েন্ডার বলে গেলেন, ‘ক্রিকেট নিয়ে ভারতের আবেগ দেখার মতো। আমি চাইব ক্রিকেট যেন দ্রুত অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হয়। বিশ্বকাপ দেখার জন্য মুখিয়ে রয়েছি। ইডেনে দারুণ সব ম্যাচ রয়েছে। আমি নিশ্চিত যে, কানায় কানায় ভরে যাবে স্টেডিয়াম। তবে আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচটাও কিন্তু দারুণ হবে।'</p>
<p>অনুষ্ঠানে এসে ঝুলন গোস্বামী বললেন, ‘ভারতের বিশ্বকাপের দল ভালই হয়েছে। ব্যাটিংয়ে অনেক গভীরতা। সাত, আট বা নয় নম্বরেও যে নামবে, ব্যাটের হাত ভাল। এতে ম্যাচে ভফারতের সুবিধা হবে।’ ব্যাটিংয়ের কথা ভেবে লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল বা অফস্পিনার আর অশ্বিনের পরিবর্তে অক্ষর পটেলকে দলে নেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্কও রয়েছে বিস্তর। তবে ঝুলন বলছেন, ‘স্পিনারদের তো দলে দরকার বটেই। তবে ব্যাটিং অলরাউন্ডারদের গুরুত্ব অপরিসীম। ইংল্যান্ডকে দেখুন। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শুধু ব্যাটিং গভীরতা দিয়ে।'</p>
<p><strong>ফের বিশ্বকাপের টিকিট</strong></p>
<p>ফের জনসাধারণের জন্য ছাড়া হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপের টিকিট। আজ, শুক্রবার, রাত ৮টায় অনলাইনে কেনা যাবে টিকিট। আইসিসি থেকে জানানো হয়েছে, আরও ৪ লক্ষ টিকিট সাধারণ মানুষের জন্য বিক্রি করা হবে। তবে বুকিং করতে বসে কী করবেন আর কী করবেন না, তা নিয়ে নির্দেশিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।</p>
<p>ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, একজন ব্যক্তি ভারতের কোনও ম্যাচের সর্বোচ্চ ২টি টিকিট কাটতে পারবেন। তবে ভারত ছাড়া অন্য কোনও দেশের ম্যাচের ক্ষেত্রে একজন সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন।&nbsp;</p>
<p><strong>থাকছে রিজার্ভ ডে</strong></p>
<p>এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপপর্বে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে।&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের ব্যাটিং হলেও রান তাড়া করতে নামতেই পারেনি পাক শিবির। শুধু এই ম্যাচেই নয়, বৃষ্টি থাবা বসিয়ে এবারের এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচেই। শ্রীলঙ্কায় আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। আগামীতে সুপার ফোরের ম্যাচগুলোও আয়োজিত হওয়ার কথা কলম্বোয়। এই পরিস্থিতিতে আগামী রবিবার ফের ভারত-পাক ম্যাচ আছে, তাও কি বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে? সমর্থকদের জন্য অবশ্য একটা খুশির খবর রয়েছে। এশিয়া ক্রিকেট কাউন্সিল এই ম্যাচের গুরুত্ব অনুধাবন করে একটি রিজার্ভ ডে-র ঘোষণা করেছে। রবিবার ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টির জন্য যদি খেলা বন্ধ হয়ে যায়, তবে সোমবার ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। তবে সুপার ফোরের অন্যান্য কোনও ম্য়াচের জন্য রিজার্ভ ডে ঘোষণা করা হয়নি।</p>
<p><strong>কোহলিদের বিশেষ প্রস্তুতি</strong></p>
<p>কখনও মহম্মদ আমির তো কখনও ট্রেন্ট বোল্ট। বাঁহাতি পেসার মানেই যেন ভারতীয় শিবিরে (Indian Cricket Team) এক রাশ উদ্বেগ। বাঁহাতি পেসারের কোনাকুনিভাবে ধেয়ে আসা বলে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপে থরহরিকম্প ধরিয়ে দিয়েছে বারবার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই তালিকায় নবতম সংযোজন ঘটিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। পাক পেসারের দাপটে যে কোনও ধরনের বিশ্বকাপে প্রথম চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কাছে হার হজম করতে হয়েছিল ভারতকে।</p>
<p><a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a>েও (Asia Cup) যে আতঙ্ক পুরোপুরি মুছে ফেলা যায়নি। গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তবে যেভাবে ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন পাকিস্তানের (Ind vs Pak) বাঁহাতি পেসার আফ্রিদি, তাতে উদ্বেগের কারণ দেখছেন বিশেষজ্ঞরা। তাই সুপার ফোরের ম্যাচের আগে বাড়তি সতর্কতা নিচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।</p>
<p>কীরকম?</p>
<p>নেটে বাঁহাতি থ্রো ডাউন স্পেশালিস্টের বলে টানা ব্যাটিং করছেন <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>রা।</p>