শুরুতে রিভিউ নিয়ে রক্ষা পেলেন লঙ্কান ওপেনার

সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলঙ্কা: ২ ওভারে ১৬/০ (নিসাঙ্কা ৯, করুনারত্নে ৬)

প্রথম ওভারে তাসকিনের চতুর্থ বলে এলবিডাব্লিউ হয়েছিলেন ওপেনার নিসাঙ্কা। আম্পায়ার আঙুলও তুলেছিলেন। কিন্তু সংশয় থাকায় রিভিউ নেন লঙ্কান ওপেনার। তাতে রক্ষা পেয়েছেন তিনি। রিপ্লেতে দেখা গেছে, বল উইকেট মিস করেছে।       

শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে আজ সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। কলম্বোয় টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছেন সাকিব আল হাসান। 

বাংলাদেশ দলে পরিবর্তন এনেছে একটি। আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ।  

শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা অবশ্য বলেছেন, টস জিতলে তিনি ব্যাটিং-ই নিতেন। তিনি বলেছেন, পিচটা ব্যাটিং ট্র্যাক। পরে আলোর নিচে বলে কিছুটা মুভমেন্টও আসবে। সন্ধ্যায় টার্নও প্রত্যাশা করছেন তিনি।    

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ। 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

আজ বাংলাদেশকে জিততেই হবে

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হলে বাংলাদেশের আজ ছিটকে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরেছিল। ব্যাটিং ব্যর্থতার ম্যাচে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। ১৬৪ রানে অলআউট হওয়ার পর অনায়াসেই ম্যাচ জেতে লঙ্কানরা। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ছিল একই পরিণতি। বাংলাদেশ ১৯৩ রানে অলআউট হলে জবাবে পাকিস্তান ম্যাচ জিতে নেয় ৭ উইকেটের ব্যবধানে।