Jay Shah Presents ‘Golden Ticket’ To Sachin Tendulkar For ICC Cricket World Cup

মুম্বই: বিগ বি-র পর মাস্টার ব্লাস্টার। অমিতাভ বচ্চনের পর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এক দিনের বিশ্বকাপের গোল্ডেন টিকিট পেলেন সচিন। তাঁর হাতে বিশ্বকাপের বিশেষ এই টিকিট তুলে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ।

আসন্ন বিশ্বকাপের জন্য গোল্ডেন টিকিট তৈরি করেছে বিসিসিআই। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের দেওয়া হবে এই টিকিট। এই টিকিট থাকলে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। ভিআইপি গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। এবং যাঁর কাছে এই টিকিট থাকবে, তিনি খেলা দেখবেন বিসিসিআইয়ের অতিথি হিসাবে। বিগ বি-র হাতে প্রথম গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছিল। দ্বিতীয় টিকিটটি পেলেন সচিন। শুক্রবার সকালে সচিনের বাড়িতে যান জয় শাহ। তাঁর হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শুক্রবার বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবি শেয়ার করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, ‘ক্রিকেট ও দেশের জন্য অসাধারণ এক মুহূর্ত। ভারতের যাঁরা নায়ক, তাঁদের জন্য ওয়ান ডে বিশ্বকাপের গোল্ডেন টিকিট উপহার দেওয়ার নীতি নিয়েছে বিসিসিআই। তার অঙ্গ হিসেবেই ভারতরত্ন সচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট উপহার দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ক্রিকেটীয় দক্ষতার প্রতীক সচিন তেন্ডুলকর। তিনি দেশের গর্ব। তাঁর যাত্রা কয়েক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এবার তিনি ওয়ান ডে বিশ্বকাপের অঙ্গ হচ্ছেন। তিনি সরাসরি ম্যাচ দেখবেন।’

২০১১ সালে দেশের মাটিতে শেষবার ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের অন্যতম সদস্য ছিলেন সচিন। এবারও দেশের মাটিতেই হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ। বর্তমান ভারতীয় দলে যাঁরা আছেন, তাঁদের মধ্যে একমাত্র বিরাট কোহলিই ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন। ফের বিশ্বকাপ জিততে মরিয়া বিরাট। তিনি এখন জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। ওয়ান ডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ জেতাই ভারতীয় দলের লক্ষ্য।                                                           

আরও পড়ুন: ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্তিনাকে জেতাল মেসির ম্যাজিক ফ্রি-কিক, ভিডিও ভাইরাল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial