জি ২০ সম্মেলনে যেভাবে সময় কাটাচ্ছেন বিশ্বনেতাদের স্ত্রীরা

ভারতের দিল্লিতে দুই দিনের জি-২০ সম্মেলনে সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে এসেছেন তাদের স্ত্রীরা। নেতারা বৈঠক, ফটোসেশন, কূটনৈতিক ইস্যুসহ নানা দিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু প্রিয় তাদের মানুষটি কীভাবে সময় কাটাচ্ছেন?

রবিবার (১০ সেপ্টেম্বর) বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, তারা যে খুব অলস সময় কাটাচ্ছেন তা নয়। এশিয়ার এই দেশটিতে প্রাচীন নির্দশন, ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখছেন। আর ভারতের সংস্কৃতি সম্পর্কে জেনে মুদ্ধ হচ্ছেন। 

দিল্লি সফরে ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট পরিদর্শন করতে দেখা যায় কয়েকজনকে। যেখানে তারা ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্প, তাঁত এবং গহনা নিজেদের পছন্দ মতো কেনাকাটা করে নিতে পারছেন।

দিল্লির ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (আইএআরআই) ক্যাম্পাস পরিদর্শনে যান ১৫ জন। তাদের মধ্যে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্ত্রী ইয়োকো কিশিদা, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার স্ত্রী রিতু বাঙ্গা প্রমুখ।

ঋষি সুনাকের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অক্ষতা মূর্তি মঙ্গলবার সকালে অক্ষরধাম মন্দিরে যান। এই দম্পতি সেখানে প্রার্থনা করার পাশাপাশি ও ফুল দেন।