রিজার্ভ ডেতে গড়ালো ভারত-পাকিস্তান ম্যাচ

শুধুমাত্র ভারত ও পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। সেটা কাজে লাগলো। কলম্বোতেই আগামীকাল সোমবার শুরু হবে ম্যাচটি।

এই তো কদিন আগের কথা। ক্যান্ডিতে ভারত ও পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছিল। ভক্তদের উত্তেজনায় জল ঢেলে বৃষ্টির জয় হয়েছিল। কলম্বোতে দুই দলের সুপার ফোরের ম্যাচেরও একই দশা! আগে ব্যাটিংয়ে নেমে ভারতের দাপুটে শুরুতে নাক গলিয়েছে বৃষ্টি। প্রায় চার ঘণ্টা ধরে বৃষ্টি আনাগোনার পর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে এবং ভারত-পাকিস্তানের লড়াইয়ের গুরুত্ব বিবেচনায় রাখা হয় রিজার্ভ ডে। সুপার ফোরে শুধু এই ম্যাচের জন্যই থাকছে রিজার্ভ ডে। সোমবার শুরু হবে খেলা, কোনও ওভার কাটছাঁট না করেই। 

আগামীকাল ২৪.১ ওভার থেকেই খেলা শুরু হবে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও শুবমান গিলের ১২১ রানের জুটিতে দারুণ শুরু করে ভারত। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। ৫৬ রানে থামেন রোহিত, শুবমানের ব্যাটে আসে ৫৮ রান। বিরাট কোহলি ৮ ও লোকেশ রাহুল ১৭ রানে অপরাজিত আছেন।

রিজার্ভ ডেতে খেলা গড়ানোয় ভারতের জন্য একটু অসুবিধা হলো। মঙ্গলবার তাদের আরেকটি ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।