Asia Cup: Match Postponed For Tomorrow Get To Know

কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেল। আগামীকাল রিজার্ভ ডে-তে গড়াল ম্যাচ। গ্রুপ পর্বেও এই ২ দলের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এদিনও খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুশলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ যেখানে খেলা শেষ হয়েছে, আগামীকাল ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। 

এদিন বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ জোরে বৃষ্টি হয়। ফলে কভারের উপরে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সেই জল সরাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের। বৃষ্টি থামার পরে মাঠের কিছু জায়গায় খারাপ অবস্থা দেখা গিয়েছে। বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শনের পর দু দলের প্লেয়ারদের জানান যে রাত ৯টায় ম্যাচ শুরু করা গেলে ৩৪ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। তবে ফের বৃষ্টি শুরু হয়। ফলে আর আম্পায়াররা রিস্ক নেননি। শেষ পর্যন্ত এদিনের মত খেলা পুরোপুরি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

এদিন টস জিতে এর আগে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। গ্রুপের ম্যাচে ভারতীয় ব্যাটিং অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন শাহিন আফ্রিদি। এদিন অবশ্য ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল অর্ধশতরান হাঁকান। ২ জনে মিলে ওপেনিং পার্টনারশিপে ১০০ রানের বেশি যোগ করেন। শেষ পর্যন্ত ৫৬ রানের মাথায় শাদাব খানের বলে আউট হয়ে ফেরেন রোহিত। অন্যদিকে ৫৮ রান করে ফেরেন শুভমন গিল। আজকে খেলা স্থগিত হওয়ার সময় ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও কে এ রাহুল। কোহলি ৮ ও রাহুল ১৭ রান করে অপরাজিত রয়েছেন। 

চােট সারিয়ে দলে ফিরেছেন। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছেন। আর মাঠে নেমেই নজির গড়লেন কে এল রাহুল (K L Rahul)। ওয়ান ডে ফর্ম্যাটে ২ হাজার রান পূরণ করলেন কে এল রাহুল। যুগ্মভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে এই নজির গড়়লেন কর্ণাটকী এই উইকেট কিপার ব্য়াটার। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন স্পর্শ করেন রাহুল। আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন। এরপর ছিটকে যান ২২ গজ থেকে। ফিরে এসে প্রায় ৪ মাস পরে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন রাহুল। এদিন শ্রেয়স আইয়ারের বদলে একাদশে জায়গা পেয়েছেন তিনি।