G20 Summit LIVE: সকালে অক্ষরধাম মন্দিরে ঋষি, রাজঘাটে UN, WHO প্রধানরা

আজ জি২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন। প্রথম দিনে ইউক্রেন কাঁটা দূরে সরিয়ে গৃহীত হয়েছে নয়াদিল্লি ঘোষণা পত্র। সঙ্গে সৌদি ও ইউরোপের সঙ্গে মিলে বাণিজ্যিক করিডোরের চুক্তি ঘোষণা করেছে ভারত। রাতে নৈশভোজে অংশ নেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা এবং তাঁদের স্ত্রীরা। এই আবহে শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় এবং অন্তিম দিন। জি২০ সম্মেলনের যাবতীয় লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে। 

10 Sep 2023, 08:19:39 AM IST

UN, বিশ্বব্যাঙ্ক, WHO-র প্রধানরা রাজঘাটে

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিজি টেড্রোস আধানম দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং পুষ্পস্তবক অর্পণ করতে পৌঁছেছেন।

10 Sep 2023, 08:18:46 AM IST

রাজঘাটে মহাত্ম গান্ধীকে শ্রদ্ধা জানাতে গেলেন ADB, IMF কর্তারা

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং অন্যান্য নেতা ও প্রতিনিধিরা দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং পুষ্পস্তবক অর্পণ করতে আসেন।

10 Sep 2023, 07:53:55 AM IST

দিল্লির অক্ষরধাম মন্দিরে ঋষি

আজ সকাল সকাল দিল্লির অক্ষরধাম মন্দিরে গিয়ে প্রার্থনায় যোগ দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। তাঁর আগমনের আগেই অক্ষরধাম মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর তিনি নিজের হোটেলে ফিরে যান। 

10 Sep 2023, 07:52:27 AM IST

সন্ত্রাসবাদের বিরোধিতায় জি২০

সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা করেছে জি২০, জানালেন বিদেশমন্ত্রী জয়শংকর। তিনি বলেন, ‘জি২০ এমন একটি মঞ্চ নয়, যেখানে ভূ-আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। সেইসঙ্গে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদের আর্থিক মদতের তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রনেতারা।’

10 Sep 2023, 07:52:27 AM IST

‘G20-র ইতিহাসে সবথেকে উচ্চাভিলাষী সভাপতিত্ব করল ভারত’

সর্বসম্মতিক্রমে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই আবহে জি২০ শেরপা অমিতাভ কন্ত দাবি করলেন, জি২০-র ইতিহাসে সবথেকে উচ্চাভিলাষী সভাপতিত্ব করল ভারত। তিনি দাবি করেন, জি২০-র ইতিহাসে কোনও ঘোষণাপত্রে কখনও ১০০ শতাংশ ঐক্যমত তৈরি হয়নি। জি২০ শেরপা অমিতাভ কন্ত দাবি করেছেন, ভারতের সভাপতিত্বে ঐতিহাসিক সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিগুণ কাজ হয়েছে বলে দাবি করেছেন তিনি। দিল্লি জি২০-র ঘোষণাপত্রে মোট ৮৩টি অনুচ্ছেদ আছে। প্রতিটি অনুচ্ছেদে ১০০ শতাংশ ঐক্যমত আছে।