IND Vs PAK: Virat Kohli Scored Three Hundreds In His Last Three Matches In Colombo, Challenge To Continue The Streak

কলম্বো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে ভারত-পাকিস্তানের ম্যাচ (IND vs PAK)। পাল্লেকেলেতে বৃষ্টির জন্য এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ভেস্তে গিয়েছিল। এবার টুর্নামেন্টের সুপার ফোরে ফের একবার মুখোমুখি দুই দল। ম্যাচটি আয়োজিত হবে কলম্বোতে। আর কলম্বোতে বিরাট কোহলির (Virat Kohli) যা রেকর্ড, তা কিন্তু পাকিস্তানের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। 

বিরাট কোহলি কলম্বোয় বিগত তিন ওয়ান ডে ম্যাচের তিনটিতেই শতরান হাঁকিয়েছেন। অপরাজিত থেকেছেন দুই ইনিংসে। ২০১২ সালে কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৯ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেন। ২০১৭ সালে তিনি আরও দ্রুত গতিতে আরও এক চোখধাঁধানো শতরান হাঁকান। এই বার তিনি মাত্র ৯৬ বলে ১৩১ রান করেন। ওই একই বছর দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে কলম্বোতেই ফের অপরাজিত শতরান হাঁকান কোহলি। তিনি ১১৬ বলে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেছিলেন।

ক্রিকেট আত্মবিশ্বাসের খেলা। এই দুরন্ত রেকর্ড কিন্তু নিঃসন্দেহে কোহলির আত্মবিশ্বাস বাড়াবে। আর তিনি নিজের শতরানের ধারা অব্যাহত রাখলে পাকিস্তানের মাথাব্যথা যে বাড়বে, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোর পাশে রোনাল্ডো, শরণার্থী শিবির হিসাবে খুলল হোটেলের দরজা