Morocco Earthquake: টাকাপয়সা নয়, ভূমিকম্পের মধ্যে ভালোবাসার ভিডিয়োগেম নিয়ে বাড়ি থেকে বেরলেন ব্যক্তি

শুক্রবার গভীর রাতে মরক্কোয় মারাত্মক ভূমিকম্প হয়েছে। তাতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন হাজারের মতো মানুষ। উদ্বেগজনক অবস্থায় আরও অনেকে। এই পরিস্থিতিতে আসছে একের পর এক ভয়াবহ ছবি। ভূমিকম্পে স্বজন হারাদের ছবি, তার সঙ্গে ভেঙে পড়া বাড়িঘরেরর ছবি। এর মধ্যেই অন্য একটি ছবি অনেকের মনে অন্য এক ধরনের অনুভূতির সৃষ্টি করেছে। কী সেই ছবি?

সাধারণত ভূমিকম্পের মতো ঘটনা যখন ঘটে, তখন অনেকেই প্রাণ বাঁচানোর চেষ্টার পাশাপাশি নিজের সবচেয়ে পছন্দের মানুষ বা জিনিসটিকে বাঁচানোর চেষ্টা করেন। তাঁদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কেউ কেউ টাকাপয়সা বা গয়নাগাটি হাতে নিয়ে দৌড় দেন। এই করতে গিয়ে প্রাণও হারান অনেকে। মরক্কোর এক জনের ক্ষেত্রে অবশ্য তেমন ভয়ঙ্কর পরিণতি হয়নি। কিন্তু নিজের সবচেয়ে ভালোবাসার জিনিসটি তিনি যেভাবে আগলে বাড়ি থেকে বেরিয়েছেন, তা দেখে আবেগতাড়িত হয়েছেন অনেকেই। কী সেই জিনিস?

(আরও পড়ুন: তছনছ মরক্কোয় মৃত্যু ছাড়াল ১০০০, আহত বহু! বাড়তে পারে নিহতের সংখ্যা)

মরক্কোর ভূমিকম্পের পরে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি খালি গায়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। তার হাতে শুধু একটি ভিডিয়োগেম। প্লেস্টেশন ব্র্যান্ডের সেই গেমটি হাতে নিয়ে তিনি কোনও রকম বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। যাঁরা এই মডেলটি চেনেন, তাঁরা জানিয়েছেন, এটি প্লেস্টেশন ৫। আর বর্তমানে এটির মূল্য বিপুল। এই প্লেস্টশন হাতি নিয়ে বাড়ি ছেড়েছেন ব্যক্তি। সঙ্গে নেননি কোনও জামাকাপড় বা টাকা পয়সা। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এই ভূমিকম্পে মরক্কোর অবস্থা ভয়াবহ। সংবাদমাধ্যম এএফপির রিপোর্ট অনুযায়ী, উত্তর আফ্রিকার ওই দেশে এর আগে এত প্রবল ভূমিকম্প হয়নি । ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক বিল ম্যাকগুইর সংবাদমাধ্যম জানিয়েছেন, মরক্কোয় ভূমিকম্প খুব একটা হয় না। তাই বাড়িগুলিও অত পোক্ত ভাবে তৈরি নয়। হতাহতের সংখ্যা সে কারণে এত বেশি। মরক্কোর রাজা চতুর্থ মহম্মদ দেশের সশস্ত্র বাহিনীকে উদ্ধার কাজে নামতে নির্দেশ দিয়েছেন।

(আরও পড়ুন: শুক্র রাতের বিভীষিকায় ভারাক্রান্ত মরক্কো, ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ২০০০)

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্প হয় সেখানে। ১৯ মিনিট পর হয় আর একটি আফটারশক হয়। কম্পনের মাত্রা ছিল ৪.৯। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৬.৮। আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল পর্যটন শহর মারাক্কেশ থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাই অ্যাটলাস পর্বতে। ভূপৃষ্ঠ থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে সেই কেন্দ্র রয়েছে। প্রত্যন্ত হাই অ্যাটলাস পর্বতে ভূমিকম্পের কেন্দ্র‌ হলেও প্রভাব পড়েছে বহু দূর পর্যন্ত। কম্পনের ফলে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে মারাক্কেশ শহর। কম্পনের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে রাজধানী রাবাতেও ভূকম্পন অনুভূত হয়েছে। কাসাব্লাঙ্কা, ইসাউইরা শহরেও কম্পন হয় ওই দিন।