Russia-Ukraine War Update: রাশিয়ার নিরাপত্তা আধিকারিকের গাড়িতে আচমকা বিস্ফোরণ, নেপথ্যে কারা? দেখুন Video

মল্লিকা সোনি

একটা গাড়িতে চেপে এক রাশিয়ান সিকিউরিটি অফিসার ও সামরিক বাহিনীর লোকজন যাচ্ছিলেন। সেই সময় আচমকাই গাড়িটি বিস্ফোরণে উড়ে যায়। একটি ভিডিয়ো দেখিয়ে এই দাবি করেছে ইউক্রেনের মিডিয়া। উক্রাইনস্কা প্রাভদা এই ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে তারা জানিয়েছে, সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন এই ঘটনার পেছনে রয়েছে। তবে এজেন্সি সরাসরি এর পেছনে রয়েছে কি না তা জানা যায়নি। রাশিয়ার অধিগৃহীত শহর ওলেস্কিতে এই ঘটনা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে এটা ইউক্রেনের দক্ষিণ খেরসন এলাকায় পড়ছে।

রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের আধিকারিক মারা গিয়েছেন। একজন গুরুতর জখম। তিনজন রাশিয়ার সেনা যারা গাড়িটাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন তারাও জখম।

ওই আধিকারিকরা স্ক্য়াডভস্ক এলাকায় কাজ করতেন। তাদেরকেই নিশানা করা হয়েছিল। প্রাভদায় বলা হয়েছে ওরা মাঝেমধ্যেই এসে ইউক্রেনের নাগরিকদের উপর অত্যাচার করত। সেই ভিডিয়োতে দেখা যায় একটা গাড়ি যাচ্ছে। চারাপাশে কেউ নেই। একটি গাড়ি ও একটা সাইকেল খালি দেখা গিয়েছে। আচমকা বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয়। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

 

ইউক্রেনের ইউরোপিয়ান এক্সপার্ট অ্যাসোসিয়েশনের রিসার্চ ডিরেক্টর মারিয়া আভদিভা জানিয়েছেন, পার্টিসাম ফোর্স এর পেছনে থাকতে পারে।

এদিকে এর আগে রাশিয়ার রাডার সিস্টেমকে ধ্বংস করে দিয়েছিল ইউক্রেন। ফের বড় আঘাত। এবার গাড়ি বিস্ফোরণ। রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের আধিকারিক মারা গিয়েছেন। একজন গুরুতর জখম। তিনজন রাশিয়ার সেনা যারা গাড়িটাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন তারাও জখম। তবে ইউক্রেনের মিডিয়া এমনটাই দাবি করেছে।