WB Hospitals: আউটডোরের টিকিট কাটা যাবে অনলাইনেই, বাংলাদেশিদের জন্য় আর ফ্রি নয় বাংলার হাসপাতাল

সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। এবার ভিড় এড়াতে অনলাইনে ওপিডির টিকিট কাটার ব্যবস্থা করছে স্বাস্থ্য ব্যবস্থা। সমস্ত সরকারি হাসপাতালে এই ব্যবস্থা করা হচ্ছে। এবার আর টিকিটের জন্য় ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। হাসপাতালের আউটডোরে টিকিট দেখাতে হলে আপনি অনলাইনেই টিকিট কাটতে পারবেন।

সম্প্রতি একটি হেল্থকেয়ার সংক্রান্ত এনক্লেভ আয়োজিত হয়েছিল কলকাতায়। সেখানে ব্রিটেনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডেপুটি হাই কমিশনার পিটার কুক সেই সময় জানিয়েছিলেন, ব্রিটেন ও বাংলা হেলথকেয়ার সিস্টেমে আধুনিক ব্যবস্থা আনতে একসঙ্গে কাজ করতে পারে।

এদিকে সূত্রের খবর, ওপিডিতে অনলাইনে টিকিট কাটার ওই ব্যবস্থা অন্তত ১৫০টা হাসপাতালে কার্যকরী হবে। তার মধ্যে মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতাল থাকবে। বিশেষ কিউআর কোডের মাধ্যমে এই পদ্ধতিতে ওপিডির টিকিট কাটা সম্ভব। এক্ষেত্রে আপনাকে একবার টিকিটের জন্য লাইন, একবার ডাক্তার দেখানোর জন্য লাইন, একবার ওষুধ নেওয়ার জন্য লাইন এত ভোগান্তি সহ্য করতে হবে না।

এদিকে সরকারি স্বাস্থ্য দফতর সব দিক খতিয়ে দেখেছে যে প্রচুর বিদেশি রোগী বাংলার সরকারি হাসপাতালে চিকিৎসা করান। মূলত বাংলাদেশি রোগীরা দলে দলে ভারতের সরকারি হাসপাতালে চিকিৎসা করান। তাঁরা ফ্রিতেই চিকিৎসা করিয়ে ফিরে যান। তবে এবার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশি রোগীদের জন্য চিকিৎসা আর ফ্রিতে নয়। পুরো টাকাটাই দিতে হবে। আর অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হলে এটা সহজেই ধরা পড়বে। কারা বিদেশি আর কারা এই দেশের রোগী তা সহজেই ধরা পড়বে।

ইতিমধ্যেই কলকাতার এসএসকেএম হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এখানে অনলাইনেই কিউ আর কোডের মাধ্যমে টিকিট কাটা যায়। এতে লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার ঝক্কি অনেকটাই কমে গিয়েছে। কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। এতে রোগীরাও অনেকটা ভোগান্তির হাত থেকে রেহাই পাবেন।