Asia Cup 2023 Anushka Sharma And Athiya Shetty Congratulate Virat Kohli And KL Rahul On Century Against Pakistan

নয়াদিল্লি: ২২ গজে তারকা স্বামীর শতরান। উচ্ছ্বসিত তারকা পত্নী। পাকিস্তানের (Ind VS Pak) বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে সেঞ্চুরি (century) করলেন ভারতের দুই তারকা ক্রিকেটার, বিরাট কোহলি (Virat Kohli) ও কেএল রাহুল (KL Rahul)। প্রিয় মানুষের বিশেষ মুহূর্তে তাঁদের শুভেচ্ছা জানালেন দুই তারকা অর্ধাঙ্গিনী, অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও আথিয়া শেট্টি (Athiya Shetty)।

বিরাট-রাহুলের শতরান, শুভেচ্ছা অনুষ্কা-আথিয়ার

কলম্বোয় শতরান হাঁকালেন বিরাট কোহলি ও কেএল রাহুল। বাড়িতে বসে শতরান ছোঁয়ার মুহূর্ত টিভি থেকেই ক্যামেরাবন্দি করলেন তারকা পত্নী ও অভিনেত্রী অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে লিখলেন, ‘দুরন্ত ক্রিকেটারের দুরন্ত ইনিংস’। একইসঙ্গে শুভেচ্ছা জানালেন কেএল রাহুলকেও। আইসিসি-র অফিসিয়াল হ্যান্ডল থেকে করা পোস্ট রিশেয়ার করে লেখেন, ‘শুভেচ্ছা’। উল্লেখ্য, নাগাড়ে চার ম্যাচে কলম্বোয় শতরান হাঁকালেন বিরাট কোহলি। মাত্র ৮৪ বলে নিজের শতরান পূর্ণ করেন। ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডিও পার করে ফেললেন বিরাট কোহলি। ভাঙলেন সচিনের রেকর্ডও, ছুঁলেন হাশিম আমলাকেও।

অন্যদিকে স্বামীকে শুভেচ্ছা জানান অভিনেত্রী আথিয়া শেট্টিও। ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’-এর অফিসিয়াল হ্যান্ডল থেকে করা পোস্ট নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে লেখেন, ‘চ্যাম্পিয়নস’। নিজের ওয়ালে শেয়ার করেন স্বামী কেএল রাহুলের দুটো ছবি ও শতরান ছোঁয়ার মুহূর্তের ভিডিও। ক্যাপশনে লেখেন, ‘অন্ধকারতম রাতও ফুরোয়, এবং সূর্য ওঠে। তুমি সবকিছু। আই লভ ইউ।’ তাঁর পোস্টে ভালবাসা জানিয়েছেন তারকা অভিনেতা সুনীল শেট্টিও। আইপিএলের মাঝপথেই লখনউ সুপার জায়ান্টসের হয়ে ফিল্ডিং করার সময় চোট পান কেএল রাহুল। অস্ত্রোপচারের পর দীর্ঘ রিহ্যাব সারিয়ে এই ম্যাচের মাধ্যমেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন কেএল রাহুল। আর এই প্রত্যাবর্তন ম্যাচেই দুরন্ত শতরানে সমালোচকদের জবাব দিলেন ভারতের তারকা কিপার-ব্যাটার। 

 


আরও পড়ুন: World Cup: বিশ্ব ঘুরে বিশ্বকাপ এল আনন্দবাজার পত্রিকার দফতরে

তৃতীয় উইকেটে তাঁদের ২৩৩ রানের পার্টনারশিপে ভর করেই ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৩৫৬ রান তুলল। ছক্কা মেরে ইনিংস শেষ করলেন কোহলি। তিনি ১২২ ও রাহুল ১১১ রানে অপরাজিত রইলেন। কোহলি ও রাহুলের এই পার্টনারশিপ এশিয়া কাপের ইতিহাসে যে কোনও উইকেটের জন্য সর্বকালের সর্বাধিক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial