Asia Cup IND Vs PAK What Will Happen If Reserve Day Also Gets Washed Out Due To Rain Know Details

কলম্বো: কাল বৃষ্টিতে ভারত-পাকিস্তানের (IND vs PAK) এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। কাল যেখানে ম্যাচ থামে, আজ সেখান থেকেই খেলা শুরুর কথা। তবে পূর্বাভাস অনুযায়ী আজও ফের একবার বরুণদেব বিঘ্ন ঘটাচ্ছেন খেলায়। নির্ধারিত সময় শুরু হয়নি ম্যাচ। আজও যদি বৃষ্টির জেরে খেলা সম্ভব না হয়, তাহলে কী হবে?

পূর্বাভাস ছিলই। সেইমতোই ম্যাচ শুরুর আগে ফের একবার বৃষ্টি বিঘ্ন। কাল রাতভর বৃষ্টির প্রকোপ কমেছে, বেড়েছে। তবে বৃষ্টি না হলে সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি হওয়ায় খেলার পরিবেশ বেশ মনোরম হবে। ক্রিকেটারদের অত্যাধিক গরমে কষ্ট পেতে হবে না। কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রামও জানান গতকাল প্রায় সারারাতই বৃষ্টি হয়েছে।

ওয়াসিম আক্রাম বর্তমানে ধারাভাষ্যকার হিসাবে দ্বীপরাষ্ট্রে রয়েছেন। তিনি শ্রীলঙ্কা থেকে কলম্বোর পরিবেশের আপডেট নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ দিয়েছেন। ওয়াসিম বলেন, ‘কলম্বোর পরিবেশের আপডেট। গোটা রাত জুড়েই বৃষ্টির প্রকোপ বেড়েছে, কমেছে। এখন আকাশ খানিকটা পরিস্কার হলেও, সম্পূর্ণ পরিস্কার নয়। আকাশে মেঘ রয়েছে দেখা যাচ্ছে। বেশ হাওয়া দিচ্ছে। আপাতত তো পরিবেশ ঠিকই আছে, কিন্তু ম্যাচ শুরুর সময় কেমন থাকে, সেটা দেখার বিষয়। গোটা বিষয়টা চরম বিরক্তিকর হলেও, পরিবেশকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না। আমরা কেব প্রার্থনাই করতে পারি। আশা করছি আমরা ভাল ক্রিকেট দেখতে পাব।’  

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর গ্রুপ পর্বের ম্যাচও বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল। সেই ম্যাচের মতোই এ ম্যাচ রিজার্ভ ডে থাকার পরেও ভেস্তে গেলে ভারত ও পাকিস্তান এক পয়েন্ট করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। তবে মন্দের ভাল এই যা, রাত ১০.৩৬ পর্যন্ত সময় রয়েছে। ম্যাচ হওয়ার জন্য দুই দলকে অন্তত ২০ ওভার ব্যাট করতে হবে। পাকিস্তানের ২০ ওভার ব্যাটিংয়ের জন্য সর্বশেষ খেলার শুরু হওয়ার স্থানীয় সময় রাত ১০.৩৬। প্রসঙ্গত, আজ খেলা হলে ভারতকে কিন্তু নাগাড়ে তিনদিন ম্যাচ খেলতে হবে। কারণ কালই ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ হওয়ার কথা। রোহিত শর্মাদের কাছে এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ‘শত্রু’ যখন বন্ধু, ২২ গজের বাইরে সম্প্রীতির বার্তা, বুমরাকে উপহার দিলেন শাহিন