China defense Minister: চিনের প্রতিরক্ষা মন্ত্রী উধাও হয়ে গেলেন? সরিয়ে দিয়েছেন জিনপিং? জল্পনা তুঙ্গে

চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। চিনের উত্তরপূর্বে গিয়ে তিনি সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আহ্বান করেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে চিনের প্রতিরক্ষামন্ত্রী ঠিক কোথায় গেলেন?

তবে চিনের প্রেসিডেন্ট সেনা বাহিনীর মধ্যে শিক্ষা ও ম্যানেজমেন্টের উপর জোর দেন। এদিকে রাহম ইমানুয়েল জাপানে থাকা মার্কিন দূত সম্প্রতি জল্পনা উসকে দিয়েছিলেন যে প্রাক্তন বিদেশমন্ত্রী কুউন গ্যাং, প্রাক্তন রকেট ফোর্স জেনারেল ও প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু কোথায় গেলেন? এই প্রশ্নটা ভাবাচ্ছে অনেককেই। কোথায় গেলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী? 

এরপর থেকেই এক্স প্লাটফর্মে নানা জল্পনা উসকে উঠেছে। প্রশ্ন উঠছে কোথায় গেলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী? বলা হচ্ছে গত ২৯ অগস্ট শেষবার দেখা গিয়েছিল চিনের প্রতিরক্ষামন্ত্রীকে। সেই সময় চিন-আফ্রিকা শান্তি ও সুরক্ষা ফোরামের বৈঠক হয়েছিল বেজিংয়ে। সেই সময় তিনি উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন। তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি। গেলেন কোথায় তিনি?

এদিকে এরপর থেকেই চিনে নানা অদ্ভূত বিষয় দেখতে পাওয়া যায়। এসব নিয়ে জল্পনা চলতেই থাকে। এদিকে বছর পাঁচেক আগের সামরিক যন্ত্রপাতি কেনা নিয়ে একটি দুর্নীতির অভিযোগ নিয়েও সামরিক বাহিনীর তরফে তদন্ত চালানো হচ্ছে বলে খবর। সামরিক বরাত পাওয়ার জন্য কিছু কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে। 
এদিকে সামরিক বাহিনীর তরফে বলা হয়েছিল তারা ২০১৭ সালের অক্টোবর মাসের কিছু সমস্যা নিয়ে তদন্ত করছে। কিন্তু ওই সময় ঠিক কী হয়েছিল তা নিয়ে তারা কিছু জানায়নি। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। 

এদিকে তাৎপর্যপূর্ণভাবে চিনের প্রতিরক্ষামন্ত্রী লি ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সাল পর্যন্ত সাজসরঞ্জাম বিভাগের প্রধান হিসাবে কাজ করতেন। কিন্তু তিনি কোনও অন্যায় কাজ করেছেন বলে সেই সময় শোনা যায়নি। তবে এবার জিনহুয়ার রিপোর্টে জানা যায় জিন জিনপিং জানিয়েছিলেন, যুদ্ধ প্রস্তুতির জন্য সবসময় তৈরি থাকতে হবে ও প্রতিরক্ষার ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি করতে হবে।