Northern Army Chief: নিয়ন্ত্রণরেখার ওপারে অপেক্ষা করছে ২০০ জঙ্গি, তবে…বড় দাবি করলেন সেনা কর্তা

রবি কৃষ্ণান খাজুরিয়া

নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেনান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সোমবার জানিয়ে দিলেন পূর্ব লাদাখের পরিস্থিতি খুব ভালো রয়েছে। আর  নর্দার্ন কমান্ডের প্রধান হিসাবে জানিয়ে দিলাম ভারতের দিকে কাউকে ঢুকতে দেব না। লাদাখের লেফটেনান্ট গভর্নর ব্রিগেডিয়ার( অবসরপ্রাপ্ত) বিডি মিশ্র জানিয়ে দিয়েছেন এক ইঞ্চি জমিও দখল করা নেই। 

আইআইটি জম্মুতে তিনদিনের নর্থ টেক সিম্পোসিয়াম। সেখানে লেফটেনান্ট জেনারেল দ্বিবেদী বলেন, নিয়ন্ত্রণরেখা ও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আমরা সবসময় তৈরি থাকি পাকিস্তান ও চিনের যেকোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে। নর্দার্ন কমান্ডের একজন আর্মি কমান্ডার হিসাবে আমাদের ভারতের দিকে আমি একজনকেও ঘেঁষতে দেব না।  পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি একথা জানিয়েছেন। 

তিনি জানিয়েছেন, লাদাখের পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক ও খুব ভালো রয়েছে। 

এদিকে সম্প্রতি ৯ দিনের লাদাখ সফরে এসেছিলেন রাহুল গান্ধী। তিনি সেই সময় জানিয়েছিলেন পূর্ব লাদাখে চিনের আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী বিরোধীদের মিথ্যে তথ্য দিচ্ছেন।

এদিকে ২০২০ সালের জুন মাস থেকে গালওয়ান সংঘর্ষের পর থেকেই সীমান্তের পরিস্থিতি বিগড়ে যেতে শুরু করেছিল। সেই সময় দুপক্ষের মধ্য়ে হাতাহাতি হয়েছিল সীমান্তে। এদিকে ১৩ ও ১৪ অগস্ট ফের সামরিক পর্যায়ে ১৯ তম মিটিং হয়েছিল। 

তবে জেনারেল দ্বিবেদী এর সঙ্গেই বড় ইঙ্গিত দিয়েছেন। তাঁর মতে, অন্তত ২০০ জন জঙ্গি নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানে অপেক্ষা করছিল। তারা ভারতে অনুপ্রবেশ করার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমাদের সতর্ক বাহিনী তাদেরকে ঢুকতে দিচ্ছে না। সন্ত্রাসবাদ রুখতে সেনার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, গত ৯ মাসে অন্তত ৪৬জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তার মধ্যে ৩৭জনই বিদেশি জঙ্গি ও ৯জন স্থানীয় জঙ্গি। 

সেই সঙ্গেই রাজৌরি ও পুঞ্চ সেক্টরে নতুন করে জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার প্রসঙ্গও টানেন তিনি। তাঁর মতে, এলাকার শান্তি বিঘ্ন ঘটানোর জন্য পাকিস্তান এই সন্ত্রাসবাদকে ইন্ধন দেয়। কাউন্টার ড্রোন টেকনোলজির মাধ্যমে কীভাবে জঙ্গিদের পরিকল্পনাকে ভেস্তে দেওয়া হচ্ছে সেকথাও জানিয়েছেন তিনি।