Railway Driver Assistance System: চালকদের ঘুম এলেই বেজে উঠবে অ্য়ালার্ম, চেপে ধরবে AI, রেলে আসছে নয়া ডিভাইস: Report

ট্রেন চালকদের ঘুম পেলেই চেপে ধরবে বিশেষ যন্ত্র। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে তৈরি হচ্ছে এই যন্ত্র। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের উদ্যোগে এই বিশেষ ধরনের যন্ত্র তৈরি হচ্ছে বলে খবর। যদি কোনওভাবে চালকদের ঢুলুনি আসে বা ঘুম ঘুম পাচ্ছে বলে বুঝতে পারে যন্ত্র তবে তক্ষুনি সতর্ক করে দেবে এই বিশেষ যন্ত্র।

গত জুন মাসে রেলওয়ে বোর্ড এনএফআরকে এই ধরনের যন্ত্র তৈরির ব্যাপারে পরামর্শ দিয়েছিল। ট্রেন চালকরা যাতে কোনওভাবে ঘুমিয়ে পড়তে না পারেন তা আটকানোর জন্যই এই বিশেষ ব্যবস্থা। কারণ ট্রেন চালকদের সতর্কতার উপর নির্ভর করে এত বিপুল সংখ্যক যাত্রীর প্রাণ। ট্রেন চালকের যদি ঝিমুনি আসে তাহলে বড় বিপদ হয়ে যেতে পারে। সেকারণেই দুর্ঘটনা এড়াতে এবার বিশেষ সিস্টেমকে লাগু করতে চাইছে রেলদফতর।

এনডিটিভি সূত্রে খবর, এই নয়া ডিভাইসের নাম রেলওয়ে ড্রাইভার অ্য়াসিসট্যান্স সিস্টেম। ঠিক কীভাবে কাজ করবে এই যন্ত্র?

সূত্রের খবর, চালকদের কোনওভাবে ঝিমুনি আসছে কি না সেটা খেয়াল রাখবে এই যন্ত্র। ঢুলুনি এলেই অ্য়ালার্ম বাজিয়ে দেবে এই ডিভাইস। সেই সঙ্গেই এমার্জেন্সি ব্রেকও চেপে ধরা হবে। নাম Railway Driver Assistance System।

তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আপাতত এই ডিভাইস প্রাথমিকস্তরে রয়েছে। তবে একবার এই যন্ত্র পুরোপুরি তৈরি হলে সেটার মহড়া করা হবে। এরপর সেটা প্রয়োগ করা হবে। এনএফআর রেলের টেকনিকাল টিম ইতিমধ্য়েই এই যন্ত্রের ব্যাপারে কাজ করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্য়ে এই ডিভাইস তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই নয়া ডিভাইসের মাধ্যমে বড় সুরক্ষার দিকে এগোতে পারে রেল। সূত্রের খবর, গত ২ অগস্ট রেলওয়ে বোর্ড এনএফআরকে চিঠি দিয়েছিল। মূলত এই ডিভাইসটি যাতে উন্নত করা যায় তার ব্যবস্থা করার জন্য। প্রাথমিকভাবে ২০টি মালগাড়িতে এই ধরনের ডিভাইস যুক্ত করা হবে। এরপর দেখা হবে এটা কতটা কাজ করছে। যদি এই প্রকল্প সফল হয় তবে একে একে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন সহ বিভিন্ন ট্রেনে এই যন্ত্র লাগু করা হবে।

তবে অনেকের মতে, সমস্ত দ্রুতগতির ট্রেনে চালকদের সতর্ক করার জন্য বিশেষ ধরনের ব্যবস্থা ইতিমধ্য়েই রয়েছে। সেক্ষেত্রে আবার এই ধরনের যন্ত্রের কি প্রয়োজন?

তবে অনেকের মতে এই ধরনের যন্ত্র একটা আলাদা সুরক্ষার ব্যবস্থা করবে। কারণ রাতের দিকে যে ট্রেন চলে সেখানে কোনও চালকের যদি ঘুম এসে যায় তবে বড় বিপদ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আর চিন্তার কোনও কারণ নেই।