Stray Dogs: আপনার হাতে ব্যান্ডেজ কেন? প্রধান বিচারপতির প্রশ্নে উঠে এল পথকুকুরের দাপটের কথা

হাতে একটা ব্যান্ডেজ বাঁধা। আদালতে এসেছিলেন এক আইনজীবী। এটা দেখে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, কী হয়েছে? আর তারপরেই সামনে আসে কুকুর কামড়ে দিয়েছে তাঁকে। 

আইনজীবী বলেছিলেন কয়েকটা কুকুর ঘিরে ধরে আমায় কামড়ে দিয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, আপনার বাড়ির কাছে? এরপরই বিচারপতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলেন, আপনি কি মেডিক্যাল সহায়তা চান। আপনি হাসপাতালে ভর্তি হতে চান? তার ব্যবস্থা হয়ে যাবে। 

এরপরই সরকারি সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটা বাচ্চাকে কুকুরে কামড়ে দেয়। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবার কোলেই মৃত্যু হয় বাচ্চাটির। এসব নিয়ে আমরা বেশি নজর দিই না। কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ।

প্রধান বিচারপতি বলেন, বছর দুয়েক আগে আমার ল ক্লার্ক গাড়ি পার্ক করছিলেন। সেই সময় তাঁকে কুকুরে কামড়ে দেয়। সিনিয়র আইনজীবী বিজয় হংসারিয়া বলেন, পথকুকুরে অত্যাচার নিয়ে এবার কিছু করুন স্যার। চিফ জাস্টিস বলেন, এটা নিয়ে পদক্ষেপ নেব। খবর এনডিটিভি সূত্রে। 

এদিকে গত জুন মাসে কেরলে ৯ বছর বয়সি এক শিশু কন্যার উপর ঝাঁপিয়ে পড়েছিল কুকুরের দল। এরপরই যে পথকুকুরগুলি হিংস্র হয়ে উঠেছে তাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।  

প্রসঙ্গত সম্প্রতি পথ কুকুরের আক্রমণে প্রাণ গিয়েছিল দেড় বছর বয়সি এক শিশুকন্যার। মৃত শিশুটির নাম সাত্বিকা ঘটনাটি ঘটেছিল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জি সিগাদুম মণ্ডল এলাকায় অবস্থিত মেটাভালসা গ্রামে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ রাস্তায় খেলার সময় কুকুরের হামলার শিকার হয় শিশুটি। জানা গিয়েছে, শিশুটির মা পরিচারিকার কাজ করত। সন্ধ্যায় যে নিজের মেয়েকে নিয়েই একটি বাড়িতে কাজ করতে গিয়েছিলেন তিনি। সেই সময় বাড়ির সামনে রাস্তায় খেলছিল শিশুকন্যাটি। তখনই এই কাণ্ড ঘটে। বাড়ির ভেতরে কাজে ব্যস্ত থাকায় প্রথমে ঘটনার বিষয়ে টের পাননি শিশুটির মা।

তবে কেন্দ্রের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, স্থানীয় পৌরসভাগুলি ‘অ্যানিমেল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম’ ও ‘অ্যান্টি ব়্যাবিস প্রোগ্রাম’ যৌথভাবে লাগু করতে হবে। কেন্দ্রীয় প্রাণিসম্পদ মন্ত্রক থেকে এক নির্দেশিকায় একথা বলা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের পশু জন্মনিয়ন্ত্রণ বিধি সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে লাগু হয়েছে। যাতে পথচলতি পশুদের দ্বারা বিপত্তি না হয়, সেই দিকে নজর রেখেই পদক্ষেপ। উল্লেখ্য, পথচলতি কুকুরদের নিয়ে মামলা আদালতে উঠেছে বহুকাল। হায়দরবাদে শিশু মৃত্যু, আলিগড়ে বৃদ্ধকে খুবলে কামড়ে দেওয়া, ছত্তিশগড়ে শিশুকে হামলার ঘটনায় কার্যত দেশের বহু এলাকার প্রশাসন উদ্বিগ্ন।