ছয় মাসের মধ্যে ফলপ্রকাশ করতে হবে, মাদ্রাসা গ্রুপ–ডি পরীক্ষা নিয়ে নির্দেশ হাইকোর্টের

মাদ্রাসা পরীক্ষা হয়েছিল ১২ বছর আগে। এবার হতে চলেছে পরীক্ষার ফলপ্রকাশ। এই নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্ট। তার জেরে এবার মাদ্রাসা গ্রুপ–ডি পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, ৬ মাসের মধ্যে পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১০ সালে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ২০১১ সালে লিখিত পরীক্ষা হয়েছিল। তারপর কেটে গিয়েছে ১২ বছর। এবার ওই মামলাতেই ফলপ্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর একটা দিশা পেলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। ফলে নিয়োগ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের নেওয়া গ্রুপ ডি— অশিক্ষক কর্মচারী নিয়োগের প্রথম পরীক্ষা হয় ২০১০ সালের নভেম্বর মাসে। তারপর প্রিলিমিনারি উত্তীর্ণ কয়েক লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বসেন ২০১১ সালের মার্চ মাসে। কিন্তু কবে এবং কীভাবে তার ফলপ্রকাশ হবে সেটা অজানা ছিল। আর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষের বেশি। ক্লার্ক, লাইব্রেরিয়ান, সুইপার–সহ একাধিক শূন্যপদে নিয়োগ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এই নিয়োগ না হওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল। আর কোনও রাস্তা দেখা যাচ্ছিল না।

অন্যদিকে বামফ্রন্ট সরকারের আমলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। জুনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসাগুলিতে এই নিয়োগ করার কথা উল্লেখ করা হয়। কিন্তু তা হয়নি। কলকাতা হাইকোর্টে আগে এই নিয়োগ সংক্রান্ত মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশনের বক্তব্য ছিল, বিপুল পরিমান পরীক্ষার্থীর চাপে সময়ে ফলপ্রকাশ করা যাচ্ছে না। কিন্তু ১০ বছরেও ফলপ্রকাশ করা গেল না!‌ এই ফলপ্রকাশের দাবি নানা জায়গায় চিঠি লেখা হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। এবার কলকাতা হাইকোর্টের রায়ে আশার আলো দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন:‌ এবার রাজ্যের উৎপাদিত বাসমতী চাল আনছে সরকার, সস্তায় পাবেন সাধারণ মানুষ

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা হাইকোর্টে চাকরিপ্রার্থীদের আবেদন ছিল, অবিলম্বে ফলপ্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বিষয়টি জেনে রীতিমতো জেনে বিস্ময় প্রকাশ করেন। চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‌কলকাতা হাইকোর্ট ৬ মাসের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ফলপ্রকাশের নির্দেশ দিয়েছেন। ৩০ বছর বয়সে যিনি পরীক্ষা দিয়েছিলেন তাঁর এখন বয়স ৪০ বছর। এরপরেও ফলপ্রকাশ না হলে ওই পরীক্ষার্থী কবে চাকরি করবেন!‌’‌ গ্রুপ–ডি চাকরি প্রার্থীদের বক্তব্য, ‘‌আমাদের নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা কেন?‌’‌