ট্রেন দুর্ঘটনায় বাদ গিয়েছে পা, ছাত্রীকে দেখতে হাসপাতালে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি

ট্রেন দুর্ঘটনায় আহত ছাত্রীকে দেখতে কলকাতার রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার আদালতের কাজ শেষ হওয়ার পর ছাত্রীটিকে দেখতে যান তিনি। সাক্ষাৎ সেরে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ছাত্রীটি ভালো আছেন। আমি জানিয়েছি, আমরা সবাই ওর পাশে আছি’।

গত ৭ সেপ্টেম্বর দুপুরে উত্তর ২৪ পরগনার পলতা স্টেশনে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নীচে চলে যান পুনম ভার্মা নামে মহাদেবানন্দ কলেজের ওই ছাত্রী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বি এন বোস হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আরজি কর মেডিক্যালে স্থানান্তিরত করা হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচার করে ছাত্রীর একটি পা ও অন্য পায়ের আঙুল বাদ দেন।

প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে দেখতে সোমবার হাসপাতালে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সার্জারি বিল্ডিংয়ে ছাত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এর পর কথা বলেন হাসপাতালের ডেপুটি সুপারের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘ছাত্রীটি ভালো আছেন। আমি ওকে জানিয়েছি যে আমরা সবাই ওর পাশে আছি। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। আশা করি উনিও ছাত্রীর পাশে থাকবেন।’