‘থার্ড পার্টিকে’ লিজ বা ভাড়া দেওয়া যাবে না হোমস্টে, কড়া নির্দেশ সিকিম সরকারের

হোমস্টেগুলিকে লিজ বা ভাড়া দেওয়া বন্ধ করতে কড়া পদক্ষেপ করল সিকিম সরকার। হোমস্টে ব্যবস্থা সম্পত্তিগুলির মালিককে নিজেকেই চালাতে হবে। অন্য কোন তৃতীয় ব্যক্তি ভাড়া বা লিজ দেওয়া যাবে না। ভাড়া বা লিজ দিলে ওই মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে সিকিম সরকার।

রাজ্য সরকারের পর্যটন এবং অসমারিক বিমান পরিষেবা বিভাগ থেকে একটি নোটিস জারি করা হয়েছে ১১ সেপ্টেম্বর। তাতে বলা হয়েছে, ২০১৩ সালের সিকিম রেজিস্ট্রেশন অফ হোমস্টে বিধি অনুযায়ী, হোমস্টে মালিক তাদের ইউনিট অন্য কাউকে ভাড়া দিতে পারেন না। কেউ যদি হোমস্টে ব্যবসা শুরু করেন তবে তাঁকে এই নির্দেশ মেনে চলতে হবে।

কেউ যদি না মানেন এই নির্দেশ তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে আইনে। প্রসঙ্গত, হোমস্টে কোনও তৃতীয় পক্ষকে লিজ বা ভাড়া দেওয়ার বিরোধিতা করে আসছিল হোমস্টে অ্যাসোসিয়েশন অফ সিকিম (এইচএএস)। তার এই ধরনের কাজের উপর নিষেধাজ্ঞা জারির দাবি করে।

(পড়তে পারেন। ইলিশ থেকে কাচ্চি বিরিয়ানি! ফ্রান্সের প্রেসিডেন্টকে আর কী কী খাওয়ালেন হাসিনা)

(পড়তে পারেন। পোশাকে পদ্ম ছাপ, সংসদের নতুন ভবনে অধিবেশনে কর্মীদের জামাকাপড়ে চমক)

সিকিট পর্যটনে বেশ জনপ্রিয় এই হোমস্টে ব্যবস্থা। পর্যটকরা হোটেলে থাকার চেয়ে বেড়াতে গিয়ে হোমস্টেতেই থাকতে পচ্ছন্দ করেন। সিকিম সরকারের পক্ষ থেকে এই ধরনের হোমস্টে ব্যবস্থা চালু করতে বিশেষ ঋণদানেরও ব্যবস্থা করেছে। তবে অনেকই হোমস্টে ইউনিটটি নিজের পরিচালনা না রেখে ভাড়া বা লিজে দিয়ে দিচ্ছিলেন। তা বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ নিল সরকার।