‘‌মানুষের কাছে নিজের ভাবমূর্তি যথাযথ রাখতে হবে’‌, ইডি সাক্ষাতের আগে মন্তব্য অভিষেকের

রাত পোহালেই ইডির ডাকে সাড়া দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না। এবার ইডির মুখোমুখি হওয়ার ঠিক আগের রাতে এই বিষয়ে বার্তা দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। তছাড়া আজ, মঙ্গলবার রাতে অভিষেক নিজের অবস্থান স্পষ্ট করলেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ইডি জেরা করলেও অভিষেককে আপাতত গ্রেফতার করতে পারবে না। সুতরাং একপ্রকার নিশ্চিন্ত তিনি।

এদিকে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তেমনই নোটিস পাঠিয়েছিল (‌ইডি)‌ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার প্রেক্ষিতেই অভিষেক আগে নিজের এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়ে, নাম না করে ৫৬ ইঞ্চির ছাতিকে কাপুরুষ এবং অন্তঃসারশূন্য বলে কটাক্ষ করেছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‌আগে দায়বদ্ধতা ও স্বচ্ছতা। মানুষের কাছে নিজের ভাবমূর্তি যথাযথ রাখতে হবে।’‌ সুতরাং ইডি দফতরে গিয়ে তিনি মুখোমুখি হবেন প্রশ্নের তা জানিয়ে দিলেন।

অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয়কারী বৈঠক বসছে বুধবার। শরদ পাওয়ারের বাড়িতে সেই বৈঠক হওয়ার কথা। সেখানে অনুপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও স্পষ্ট হয়েছে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে গিয়েছেন। তাই প্রথম বৈঠকে তৃণমূলের প্রতিনিধি থাকছে না। এটা জোট ভাঙার কৌশল বলে মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন ইডি বোধহয় চাপে ফেলবে অভিষেককে। তবে কলকাতা হাইকোর্টের রায় সঙ্গে থাকায় জিজ্ঞাসাবাদ করে সময় নষ্ট করা ছাড়া কিছুই করতে পারবে না ইডি।

আরও পড়ুন:‌ স্বাস্থ্যভবনের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে জাল শংসাপত্র বিলি, গ্রেফতার যুবক

এই অবস্থার মধ্যে অনেকেরই প্রশ্ন, ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে অভিষেক কেন ইডির মুখোমুখি হচ্ছেন? এখন তো আবার সঙ্গে রক্ষাকবচও আছে। এইসব প্রশ্ন যখন উঠছে তখন অভিষেকের ব্যাখ্যা অন্যরকম। তিনি হয়তো ইডির দেওয়া সময়ের আগেই পৌঁছে যাবেন। তাই আজ, মঙ্গলবার এলাকার নিরাপত্তা খতিয়ে দেখলেন অভিষেকের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা। আর অভিষেক নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘আগে স্বচ্ছ্বতা ও দায়বদ্ধতা। তারপর সবকিছু।’ তবে অভিষেক প্রত্যেকবার ইডি–সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন। এমনকী সেটা নয়াদিল্লিতেও।