BOL 0-3 ARG Highlights, FIFA World Cup 2026 Qualifiers: Enzo, Tagliafico, Nico On The Scoresheet As Messi-less Argentina Cruises To Win Against Bolivia

লা পাজ়: সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য এই দেশে খেলতে গিয়ে সমস্যায় পড়েছে বিশ্বের তাবড় দলগুলি। আর্জেন্তিনারও বিরাট পরাজয়ের দগদগে স্মৃতি রয়েছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্তিনা এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। বলিভিয়াকে তাদের দেশে গিয়ে ৩-০ গোলে চূর্ণ করলেন লা আলবিসেলেস্তেরা। তাও মেসি-হীন হয়েও। যা কোচ লিওনেল স্কালোনিকে বাড়তি আনন্দ দিতে পারে।

আর্জেন্তিনার হয়ে গোল তিনটি করেন এনজ়ো ফার্নান্দেজ়, নিকালাস ত্যাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস (Enzo Fernandez, Nicolas Tagliafico and Nico Gonzalez)। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ২টি ম্যাচ পরপর জিতে ৬ পয়েন্ট হয়ে গেল আর্জেন্তিনার। দক্ষিণ আমেরিকা পর্বের শীর্ষেই রইল আর্জেন্তিনা।

দুই দেশের মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে রয়েছে আর্জেন্তিনা। বুধবারের আগে পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ৯ বারই জিতেছিল আর্জেন্তিনা। মাত্র ২ বার আর্জেন্তিনাকে হারিয়েছিল বলিভিয়া। ৩টি ম্যাচ ড্র হয়েছে। বুধবার ভারতীয় সময় ভোরে বলিভিয়াকে ৩-০ হারিয়ে দশম জয় পেল আর্জেন্তিনা।

অনেকেই ম্যাচ দেখতে এসেছিলেন লিওনেল মেসিকে দেখবেন বলে। আর্জেন্তিনার মহাতারকা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে রয়েছেন দুরন্ত ছন্দে। ইকুয়েডরের বিরুদ্ধে আগের ম্যাচে ফ্রি কিক থেকে অনবদ্য গোল করেছিলেন। তবে বুধবারের ম্যাচে তাঁকে খেলানো হয়নি। মেসির পরিবর্তে দলকে নেতৃত্ব দেন অ্যাঙ্খেল দি মারিয়া।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে আর্জেন্তিনা। কিক অফের ৩ মিনিটের মাথায় রদ্রিগো দে পলের শট কোনওমতে আটকায় বলিভিয়া। ম্যাচের ১০ মিনিটে প্রথম ফ্রি কিক পায় আর্জেন্তিনা। দি মারিয়ার শট থেকে চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেননি ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

১৩ মিনিটে এনজ়ো ফার্নান্দেজের দূরপাল্লার শট অল্পের জন্য বাঁচিয়ে দেন বলিভিয়ার গোলকিপার ভিসকারা। ১৬ মিনিটে দি মারিয়াকে ফাউল করায় হলুদ কার্ড দেখানো হয় রবার্তো ফার্নান্দেজ়কে। 

৩১ মিনিটে বলিভিয়ার গোলমুখ খুলে ফেলে আর্জেন্তিনা। হুয়ান আলভারেজ় বল বাড়ান বক্সের ডানদিকে থাকা দি মারিয়াকে। তিনি বল বাড়ান এনজ়ো ফার্নান্দেজ়কে। নিখুঁত ওয়ান টাচে গোল করেন ফার্নান্দেজ়।

৩৬ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোকে ফাউল করায় লাল কার্ড দেখেন রবার্তো ফার্নান্দেজ। ১০ জনের হয়ে যায় বলিভিয়া। বিরতির আগে গোল করে ২-০ করেন ত্যাগলিয়াফিকো। আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রথম গোল। ৮৩ মিনিটে ৩-০ করেন নিকোলাস গঞ্জালেজ়।

আরও পড়ুন: ২০১৮ সালে ফাইনালে তোলা কোচকেই ফের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial