ADR report: ১৯৪ সাংসদের বিরুদ্ধে খুন সহ গুরুতর অভিযোগ, জানুন কী হাল BJP, TMC-র

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) সমস্ত দেশের সাংসদদের নিয়ে একটি অনুসন্ধান চালিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে দেশের সাংসদদের মধ্যে ৪০ শতাংশ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ১৯৪ জন সাংসদ বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। তাতে যেমন রয়েছে খুনের মামলা, তেমনি রয়েছে খুনের চেষ্টার মামলা, অপহরণের মামলা, ধর্ষণের মামলা প্রভৃতি।  

আরও পড়ুন: বরখাস্ত আপ সাংসদ, ‘সম্মতি’ ছাড়াই প্যানেলে রেখেছিলেন পাঁচ এমপির নাম!

এডিআর রিপোর্ট অনুযায়ী, যদি দলীয় হিসেবে দেখা যায় তাহলে সে ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। এই দলের ৩৮৫ জন সাংসদের মধ্যে ১৩৯ জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। বিজেপির পরেই রয়েছে কংগ্রেসের স্থান। কংগ্রেসের ৮১ জন সাংসদের মধ্যে ৪৩ জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এছাড়াও, তৃণমূলের ৩৬ জন সাংসদের মধ্যে ১৪ জন, আরজেডিতে ৬ জন সাংসদের মধ্যে ৫ জন, সিপিএমের ৮ জন সাংসদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আপের ৩ সাংসদের বিরুদ্ধে, ওয়াইসিপির ১৩ জন সাংসদ এবং এনসিপির ৩ জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। 

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রয়েছে ১১ জন সাংসদের বিরুদ্ধে। যার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আছে  বিজেপির বিরুদ্ধে। এই দলের ৭ জন সাংসদ খুনের মামলায় অভিযুক্ত। এছাড়াও কংগ্রেসের ১ জন ওয়াইএসআরসিপির ১জন এবং বিএসপির ১জন সংসদ খুনের মামলায় অভিযুক্ত। খুনের চেষ্টা মামলায় অভিযুক্ত রয়েছে ৩২ জন সংসদ। এক্ষেত্রেও প্রথমে রয়েছে বিজেপি। বিজেপির ২৪ জন সংসদের বিরুদ্ধে এবং কংগ্রেসের ১ জন তৃণমূলের সংসদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার ক্ষেত্রেও বেশি অভিযোগ আছে বিজেপি সাংসদদের বিরুদ্ধে। সে ক্ষেত্রে বিজেপির ১০ জন সংসদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। এছাড়াও, কংগ্রেসের ৫ জন সাংসদদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। ওয়াইএসআরসিপির ৪ জনের  বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। যদিও ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে প্রথমে রয়েছে কংগ্রেস। এক্ষেত্রে কংগ্রেসের ২ জন সাংসদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিজেপির ১ জন এবং ওয়াইএসআরসিপির ১ জন সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। তবে তৃণমূলের একটি মাত্র সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে। ধর্ষণ বা খুনের মতো মামলা নেই তৃণমূলের কোনও সাংসদের বিরুদ্ধে।

এডিআর রিপোর্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে জমা দেওয়া মনোনয়নপত্রের বিবরণ প্রকাশ করা হয়েছে। রাজ্যের নিরিখে ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রথমে রয়েছে বিহার। বিহারের ৫৬ জনের মধ্যে ৪১ জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।মহারাষ্ট্রের ৬৫ জন সাংসদের মধ্যে ৩৭ জনের বিরুদ্ধে, কেরালার ২৯ সাংসদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে  এবং তেলেঙ্গানায় ২৪ জনের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। দিল্লিতে ১০ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে এই মামলা রয়েছে।