CBI: দুর্নীতির টুইন টাওয়ার কী, আদালতে বলল CBI, খোঁজ মিলল তৃতীয় টাওয়ারেরও

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার এবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে উঠল দুর্নীতির টুইন টাওয়ার প্রসঙ্গ। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী বলেন, দুর্নীতির আকার প্রকাণ্ড। SSC ও প্রাথমিক নিয়োগ দুর্নীতি আসলে টুইন টাওয়ার।

গত সপ্তাহে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময় সিবিআই আইনজীবী মন্তব্য করেছিলেন, যে দুর্নীতি হয়েছে তা নিউ ইয়র্কের টুইন টাওয়ারের মতো প্রকাণ্ড। তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছিলেন, দুর্নীতির টাওয়ার হলে তো একে ভেঙে ফেলা উচিত।

এদিন বিচারপতি সিনহার বেঞ্চেও একই মন্তব্য করেন সিবিআইয়ের আইনজীবী। তখন বিচারপতি মন্তব্য করেন, এর মধ্যে তো পুরসভা নিয়োগ দুর্নীতিও মাথাচাড়া দিচ্ছে। তাকে কী বলবেন? তখন আদালতে উপস্থিত আরেক আইনজীবী বলেন, সেটা তৃতীয় টাওয়ার।

নিয়োগ দুর্নীতির তদন্তে প্রায় গোটা প্রাথমিক শিক্ষা সংসদটাই জেলে। SSC নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি একাধিক কর্তাব্যক্তি। সব থেকে বড় কথা ১৪ মাস ধরে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই প্রক্রিয়ায় আদালতে দুর্নীতির যে উল্লেখ বারবার হচ্ছে তাতে অনেকটাই আশাবাদী চাকরিপ্রার্থীরা। তাদের কথায়, দুর্নীতি যে হয়েছে তা মেনে নিয়েছে আদালতও।