Leaps and Bounds: অভিষেকসহ লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান তলব হাইকোর্টের

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই তদন্তে এবার অভিষেক ও লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টরের সম্পত্তির খতিয়ান তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে এই নথি আদালতে জমা দিতে হবে ইডি ও সিবিআইকে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের আয় – ব্যয়ের হিসাব ও সংস্থা তৈরি থেকে আজ পর্যন্ত তাদের কর্মকাণ্ড জানতে চেয়েছেন বিচারপতি।

এদিন আদালতে বিচারপতি সিনহা ইডির আইনজীবীকে বলেন, যাদের বিরুদ্ধে তদন্ত করছেন তাদের সম্পত্তির হিসাব জানেন? লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরদের কার কত সম্পত্তি তার তালিকা আদালতকে জানাতে হবে। সেজন্য ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হল। একই সঙ্গে ওই সংস্থা কবে তৈরি হয়েছে ও তাদের আজ পর্যন্ত কর্মকাণ্ড কী তা জানাতে হবে ইডিকে। বিচারপতি সিনহার আরও নির্দেশ, এই দুর্নীতিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নাম জড়িয়েছে তাদেরও সম্পত্তির খতিয়ান দেখতে চায় আদালত।

বলে রাখি, বুধবার দীর্ঘ জেরার পর অভিষেকের কাছে ইডি তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির খতিয়ান চেয়েছে বলে সূত্রের খবর। বুধবারের জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানিয়েছেন, তিনি এখনো লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও পদে রয়েছেন। তাঁর পরিবারের একাধিক সদস্য ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন বলে খবর। এমনকী নিয়োগ দুর্নীতির ১০ পয়সা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে ঢোকেনি বলে দাবি অভিষেকের। এবার দেখার আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চ আদালতের দ্বারস্থ হন কি না।