Siliguri News: সোনার থেকেও দামি, পাচারের আগে শিলিগুড়িতে উদ্ধার ‘হিমালয়ান ভায়াগ্রা,’ এক কেজির দাম ২০ লাখ

শুঁয়োপোকার ছত্রাক।এগুলো নাকি যৌন উদ্দীপক। হিমালয়ান ভায়াগ্রা বলেও পরিচিত। আর সেই অদ্ভূত জিনিস উদ্ধার হল শিলিগুড়িতে। এগুলি চিনে পাচারে ছক ছিল বলে মনে করা হচ্ছে। শিলিগুড়ি শহরের একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই ভায়াগ্রা জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

সূত্রের খবর, এগুলি ১৫ লাখ থেকে ২০ লাখ টাকারও বেশি কেজি দরেও বিক্রি হয়। এতটাই দাম! তবে বাস্তবে এটা কতটা কাজ করে তা নিয়ে অবশ্য় বিতর্ক রয়েছে। তবে যেভাবে সাপের বিষ, তক্ষক পাচার করা হয় সেভাবে হিমালয়ান ভায়াগ্রারও কদর আছে আন্তর্জাতিক বাজারে। মূলত বিভিন্ন রুটে হাতবদল করে এগুলি চিনে পাচার করা হয়। তবে গোপন সূত্রে খবর পেয়ে বনদফতর এগুলি বাজেয়াপ্ত করে। তবে অভিযানে নামতেই অভিযুক্তরা পালিয়ে যায়। কাউকে গ্রেফতার করা যায়নি। কারা এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় এগুলি পাচার করার চেষ্টা করা হচ্ছিল সেটাও দেখা হচ্ছে।

এদিন ৮০০ গ্রাম এই ছত্রাক মিলেছে। এরই দাম প্রায় ২৪ লক্ষ টাকা হতে পারে। মূলত নেপালের রুট দিয়ে এগুলি চিনে পাচার করার চেষ্টা হয়। শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কি হয়ে নেপাল ও সেখান থেকে চিনে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল কি না সেটা দেখা হচ্ছে। এগুলি মূলত পাহাড়ের জঙ্গলে হয়। সেই গভীর জঙ্গল থেকে সংগ্রহ করা হয় এগুলি। এরপর বিশেষ পদ্ধতিতে এগুলিকে সংরক্ষণ করে তা পাচার করা হয়।

এগুলি আন্তর্জাতিক মার্কেটে ১৫-২০ লাখ টাকা কেজি দরে বিক্রি হয় বলে খবর। চিন, ভূটান, নেপাল ও ভারতে এগুলি পাওয়া যায়। তবে শুঁয়োপোকার মতো দেখতে বলে এগুলিকে ক্য়াটারপিলার ফাঙ্গি বলে। উত্তরাখণ্ডে একটা সময় এগুলি পাওয়া যেত। তবে এগুলি সংগ্রহের ক্ষেত্রে নানা বাধা নিষেধ আছে।