Sunil Chhetri To Lead Makeshift Football Side To Asian Games As Most Players Selected Initially Not Released By ISL Clubs

নয়াদিল্লি: দেশ বনাম ক্লাব বিতর্কের মাঝেই এশিয়ান গেমসের জন্য ভারতীয় ফুটবল দল ঘোষণা করা হল। সুনীল ছেত্রীকে অধিনায়ক করেই এশিয়ান গেমসের (Asian Games) জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। সুনীলকে দলে রাখা হলেও, ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু ও তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যায়নি। তাঁদের ছাড়াই দল ঘোষণা করেছে ফেডারেশন। চিনের হাংঝাউতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস।

দল ঘোষণা করার পাশাপাশি এশিয়ান গেমসে প্লেয়ারদের ছাড়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলোকে এবং এফএসডিএল-কে ধন্যবাদ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, ‘সামনে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। সব দিকে ভারসাম্য বজায় রাখা সহজ ছিল না। জাতীয় দলের পাশাপাশি আইএসএলের ম্যাচ রয়েছে। এই মুহূর্তে ভারতীয় দল এশিয়ান গেমসে খেলার জন্য অপেক্ষা করছে। তার পরে মারডেকা কাপ রয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব এবং এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের খেলাও রয়েছে।’

 

নিয়ম অনুযায়ী, এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের খেলার কথা। তবে তিন জন ২৩ বছরের বেশি সিনিয়র ফুটবলারকে দলে রাখা যায়। যেমন নিয়ম রয়েছে অলিম্পিক্সে। এই তিন জন সিনিয়র ফুটবলার হিসেবে ফেডারেশন এবং জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ দলে নেওয়ার কথা ভেবেছিলেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধুকে। সুনীলকে অধিনায়ক হিসেবে পাওয়া গেলেও, বাকি দুই ফুটবলারকে পাওয়া যায়নি। পাশাপাশি সংশ্লিষ্ট আইএসএল দল ফুটবলার ছাড়তে রাজি না হওয়ায় দলে একাধিক পরিচিত মুখকে রাখা যায়নি বলেই খবর।

এশিয়ান গেমসে স্তিমাচ ও তাঁর সহকারীরা দায়িত্বে থাকবেন কি না, এখনও নিশ্চিত নয়।

নির্বাচিত ভারতীয় দল: গুরমিত সিংহ, ধীরাজ সিংহ মৈরাঙ্গথেম, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলৌত, অমরজিৎ সিংহ কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবে অঞ্জুকান্দন, আয়ূষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্দা, আজফর নুরানি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাৎ সিংহ ও অনিকেত যাদব।

আরও পড়ুন: ২০১৮ সালে ফাইনালে তোলা কোচকেই ফের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial