Teacher assaulted: ফের হাওড়ার স্কুলে প্রধান শিক্ষককে হেনস্থা,গালিগালাজ, কাঠগড়ায় তৃণমূল নেতা

হাওড়ায় ফের স্কুল শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠল। যদিও এক্ষেত্রে শিক্ষককে মারধরের ঘটনা ঘটেনি। তবে স্কুলের প্রধান শিক্ষককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া শ্যামপুরের বড়গাছিয়া এলাকার নারায়ণ সিট প্রাথমিক বিদ্যালয়ে। বড়গাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সানি মল্লিক ও তাঁর সমর্থকরা প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।

আরও পড়ুন: ছাত্রকে চড় মারায় স্কুলে ঢুকে শিক্ষককে নিগ্রহ অভিভাবকদের, গ্রেফতার শেখ বিলালসহ ২

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েত প্রধানের স্বামী সানি বরাবরই ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আসছেন। সেক্ষেত্রে এলাকার কিছু মানুষকে তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন বলে অভিযোগ। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলেই মিড ডে মিল রান্নার কাজে নিযুক্ত ছিলেন শমিতা শীল। সম্প্রতি ওই মহিলা অসুস্থ হওয়ার কারণে অন্য একজনকে ব্লক আধিকারিকের অফিস থেকে নিয়োগ করা হয়। প্রধান শিক্ষক অনুকূল প্রামাণিকের দাবি, মিড ডে মিল পোর্টাল অনুযায়ী কোনও স্কুলে ৩০০ জনের অধিক ছাত্রছাত্রী থাকলে সেই স্কুলে ৫ জন রাঁধুনির প্রয়োজন হয়। যদিও ওই স্কুলে ছাত্র সংখ্যা ২৮১ জন। তারপরেও সেখানে পাঁচ জন রাঁধুনি রাখা হয়েছিল। ছাত্র সংখ্যার অনুপাতে রাঁধুনির সংখ্যা বেশি হওয়ায় সেখান থেকে একজন রাঁধুনিকে বাদ দেওয়া হয়। পরে ওই রাঁধুনি নিজের অ্যাকাউন্টে টাকা না পাওয়ায় স্থানীয় তৃণমূল নেতা এবং কর্মীদের সঙ্গে এনে প্রধান শিক্ষকের উপর চড়াও হন বলে অভিযোগ। 

প্রধান শিক্ষকের দাবি, তিনি বারবার বলেছিলেন এ বিষয়ে বিডিওর কাছে যেতে। কিন্তু, তারা কোনও কথা শোনেননি। উলটে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষককেই দায়ী করেছেন তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, ওই রাঁধুনি ১৫ বছর ধরে স্কুলে কাজ করছেন। নিয়ম অনুযায়ী, যারা নবনিযুক্ত তাদেরকেই বাদ দিতে হবে। কিন্তু, তা করা হয়নি। তাঁর আরও অভিযোগ, ‘প্রধান শিক্ষক স্কুলের সুস্থ পরিবেশকে নষ্ট করছেন। আমরা এই স্কুলে পড়াশোনা করেছি। প্রধান শিক্ষক স্থানীয় কিছু লোকের মদতে দুর্নীতি করছেন। তবে তিনি যদি মনে করেন এভাবে দুর্নীতি চালিয়ে যাবেন তা হবে না। আগামী দিনে আমরা ওনার বিরুদ্ধে বিভিন্ন গিয়ে প্রয়োজনে অভিযোগ জানাবো।’