সমবায় দুর্নীতি মামলায় রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় দুর্নীতির নথি সিবিআই – ED-কে হস্তান্তর না করায় রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানালেন, এই সব চালাকি করলে ছেড়ে দেবে না আদালত। ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিআইডিকে সমস্ত নথি ED-CBI-এর হাতে তুলে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশ না মানলে স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত ২৪ অগাস্ট জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতির তদন্তভার সিবিআই ও ED-কে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই দুর্নীতিতে বছরের পর বছর তদন্ত করেও কোনও উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি সিআইডি। তার জেরেই এই সিদ্ধান্ত বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। ৫০ কোটি টাকার ওই দুর্নীতিতে সর্বস্বান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।

আদালতের এই নির্দেশের পর ইডি জানায়, তাদের তদন্তে সহযোগিতা করছে না সিআইডি। কোনও নথি হস্তান্তর করছে না তারা। শুক্রবার পুরনো রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের দ্বারস্থ হয় রাজ্য। এই আবেদন দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, আদালতের সঙ্গে চালাকি হচ্ছে? এতদিন নথি হস্তান্তর করেননি কেন? সিআইডির এই আচরণের কারণ কী? কারা টাকা সরিয়েছে আমি সব জানি। এক সময় তারা সাইকেল চালিয়ে বেড়াত আগ বড় বড় গাড়ি চড়ে। আমার চেম্বারে আসবেন, নাম বলে দেব।

এর পর তদন্তে সময় নষ্ট করার জন্য রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সঙ্গে ১৮ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ED – CBIকে হস্তান্তর করতে নির্দেশ দেন সিআইডিকে। ওই দিন থেকেই ED – CBIকে এই দুর্নীতির তদন্তের নির্দেশ দেন তিনি। ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিআইডি নথি হস্তান্তর না করলে স্বরাষ্ট্র সচিবকে আদালতে হাজিরা দিয়ে তার জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।