‘I Will Invest Two And A Half Thousand Crores’ Sourav Announced From Madrid

আশাবুল হোসেন, মাদ্রিদ: ক্রিকেটার সৌরভ (Sourav Ganguly) এবার শিল্পপতির ভূমিকায়। শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ। মাদ্রিদ থেকে এবিপি আনন্দকে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এবার শিল্পপতির ভূমিকায়: সুদূর মাদ্রিদ থেকে এবার বাংলায় বিনিয়োগের বার্তা। এক ব্য়ক্তি, কিন্তু রূপ অনেক।কখনও তিনি ক্রিকেটার, কখনও অধিনায়ক, কখনও দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় কামব্য়াক, কখনও সিএবি সভাপতি, কখনও বিসিসিআই প্রেসিডেন্ট, কখনও ফুটবল দলের মালিক, কখনও IPL-এর টিমের মেন্টর,আর এবার তিনি শিল্পপতি।কারখানার মালিক। বিনিয়োগ করবেন বাংলায়।                               

মাদ্রিদে মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনে যোগ দিয়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ঘোষণা করলেন, শালবনিতে ইস্পাত কারখানা গড়তে চলেছেন তিনি। তাতে বিনিয়োগ করা হবে আড়াই হাজার কোটি টাকা। এদিন প্রাক্তন ভারত অধিনায়ক ও শিল্পোদ্য়োগী সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ করব। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার কর্মসংস্থান হবে। শালবনিতে জিন্দলদের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। সেই জমিতে এখনও কারখানা হয়নি, সেখানেই আমরা কারখানা করব। কারখানা তৈরি করতে ৬ মাস মতো সময় লাগবে।’’ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা গড়তে জিন্দলদের জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু, পরে সেই জমির একাংশে তৈরি হয়েছে সিমেন্টের কারখানা। বাকি জমিতেই ইস্পাত কারখানা গড়তে বিনিয়োগ করবেন বলে ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

বইমেলার থিম-কান্ট্রি যোগ তাঁকে টেনে নিয়ে গিয়েছে স্পেনে (Spain)। আতিথেয়তায় মুগ্ধ হয়ে ‘বাড়ির মতো’ পরিবেশ পাচ্ছেন বলে জানানোর পাশাপাশি লগ্নির খোঁজে স্পেনের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর আহ্বান, বাংলায় আসুন, শিল্প গড়ুন। জমির কোনও সমস্যা হবে না।  মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের শিল্পপতিদের বলেন ‘আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন। গণতন্ত্র আমাদের শক্তি। অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্রের মধ্যে ঐক্য আছে। অনেকে মনে করেন না ঠিকই, কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল’। মাদ্রিদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে রাখলেন, ‘আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর বসবে বিজিসিএসের আসর। যা ভারতের সেরা। আপনারা আসুন।’ বাংলায় শিল্পবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সব ধর্ম, সম্প্রদায়কে ভালবাসি। দুর্গাপুজো থেকে ক্রিসমাস, সমস্ত উৎসব সমারোহের সঙ্গে উদযাপন করা হয়’।

 

আরও পড়ুন: Partha Chatterjee: এড়িয়ে গেলেন প্রশ্ন, অভিষেক প্রসঙ্গে নীরব পার্থ