Parenting Tips When Your Child Can Not Accept Defeat, Becomes Rude

ছেলে মেয়েদের ঠিক পথে রাখতে মা-বাবা অনেক সময়ই কঠোর শাসন করে থাকেন।  সন্তানরা ভাল ব্যবহার করুক, লোকে তাদের সুনাম করুক, এই স্বপ্ন প্রায় সব বাবা-মায়ের। আর তাই সন্তানকে একটু অবাধ্যতা করতে দেখলেই প্রবল বকা-ঝকা করেন বহু বাবা-মা। অনেক সময় লঘু পাপে গুরু দণ্ডও দিয়ে ফেলেন বাবা-মা। সন্তানের এতটুকু ত্রুটি বিচ্যুতিও বরদাস্ত করতে পারেন না বহু মা-বাবাই। (parents)  এতে  শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। (parenting tips) 

অনেক সময় বাবা মায়ের শাসন পদ্ধতি বাচ্চাদের ভুল পথে নিয়ে যায়।   শিশুদের সবার সামনে বারবার তিরস্কার করা শিশুমনে প্রভাব ফেলে । অনেক অভিভাবক মনে করেন, সন্তানদের সঙ্গে কঠোর আচরণ করলে সন্তান সঠিক পথে চলবে। এতে কোনও ভুল নেই। কিন্তু শাসনের পারদ যদি বেশি হয়ে যায়, তাহলে তা শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। বড়রা আত্মসম্মানের বিষয়ে বিশেষ সচেতন কিন্তু ছোটদের ক্ষেত্রে অনেকসময়ই এই বিষয়গুলিতে খেয়াল থাকে না। সকলের সামনে বাচ্চাকে বকা , তাদের অপমান করা বাচ্চাদের মানসিক স্থিতি নষ্ট করতে পারে। জন্ম দিতে পারে প্রবল রাগ। (parenting)

 

তাই শিশু যখনই কোনও ভুল করে, তাকে সবার সামনে বকাবকি না করে বোঝানোর চেষ্টা করুন। লিউভেন ইউনিভার্সিটির একটি সমীক্ষায় বলা হয়েছে, ছোটো ছোটো  কিছু ভুলের জন্য বাচ্চাদের বকাঝকা করলে তারা অনেক সময় বেশি আঘাত পায়।  বিষণ্ণতা গ্রাস করে। অন্যান্য মানসিক সমস্যা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও আরও কিছু কিছু সমস্যা বিপদে ফেলতে পারে। 

 

আত্মবিশ্বাসের অভাব

বাবা-মা যদি  সন্তানদের প্রতিনিয়ত বকাঝকা করেন, তাহলে বাচ্চা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ধীরে ধীরে সন্তানের কিছু করার আত্মবিশ্বাস কমে যায় ।  তাই সবার সামনে অভিভাবকরা যেন  শিশুদের বেশি বকাঝকা না করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। 

 

সামাজিক ক্ষমতা হ্রাস

বাবা মা শাসন করার সময় লোকজন না মানলে, বাচ্চা যে কোনও সামাজিক জমায়েতে যেতে চাইবে না। তাদের মনে হবে, সকলের সামনে আবার মা-বাবা তাকে অপমান করবে। 

 

অতিরিক্ত খিটখিটে হয়ে যেতে পারে শিশু

পিতামাতার অতিরিক্ত শাসন শিশুদের আচরণকে প্রভাবিত করে। ছোট-বড় প্রতিটি বিষয়ে তাদের বকাবকি করা হলে শিশুরা বাড়িতে কিছু না বললেও তারা আদতে খিটখটি হয়ে যায়। কখনও কখনও তারা বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে। অন্যকে মারধর করা, অন্যকে আঘাত করার প্রবৃত্তি দেখা দিতে পারে। 

 

ব্যর্থতা মেনে নিতে অক্ষম

যে শিশুরা খুব বেশি বকাঝকা খায়, তারা তাদের ব্যর্থতা মেনে নিতে পারে না। তাদের ভিতরে এত ভয় কাজ করে যে,  তারা ব্যর্থ হলে বাবা-মা অপমান করবে। এর ফলে তারা  ভুল পদক্ষেপও নিতে পারে। বরং সন্তানকে হার , জিত সবকিছুর জন্য তৈরি করতে হবে। যে কোনও প্রতিকূলতার সম্মুখীন হয়েও তারা যেন নিজের প্রতি বিশ্বাস না হারায় তা দেখতে হবে।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator