Watch Mamata Playing Piano in Madrid: বাংলার জার্সিতে মমতা-সৌরভের যুগলবন্দি মাদ্রিদে, ম্যাচের আগে বাজল রবীন্দ্রসঙ্গীত

গতকালই স্পেনের রাজধানী মাদ্রিদে লা লিগার সঙ্গে মউ স্বাক্ষর করে পশ্চিমবঙ্গ সরকার। সেই বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে যাওয়ার আগেই পিয়ানোতে রবীন্দ্রসঙ্গীতও বাজান মমতা। পিয়ানোতে ‘ফুলে ফুলে ঢোলে ঢোলে’ গানটা বাজান মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত অনেকে মুখ্যমন্ত্রীর রবীন্দ্রসঙ্গীত চর্চায় হাততালিও বাজান। এর আগে গতকাল মর্নিং ওয়াক ও ওয়ার্কআউটের পর রাস্তাতেই এক মিউজিশিয়ানের থেকে অ্যাকর্ডিয়ন নিয়ে তিনি ‘উই শ্যাল ওভারকাম’-এর সুর তুলেছিলেন। (আরও পড়ুন: ‘বাংলা থেকে উঠে আসুক মেসি’, মাদ্রিদে বললেন দিদি, ফুটবলের পিচেও ছক্কা হাঁকালেন দাদা)

এদিকে গতকালকে লা লিগা সভাপতির সঙ্গে বৈঠকে মমতার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব, মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত, মহমেডান কর্তা ইশতিয়াক আহমেদ, ইস্টবেঙ্গলের স্পন্সর ইমামির আদিত্য আগরওয়াল, স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক। লা লিগার বৈঠকের মঞ্চে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আয়োজনের বিষয়টি তুলে ধরেছিলেন সৌরভ। আইএসএল-এ স্প্যানিশ ফুটবলারদের অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে তাঁর বক্তৃতায়।

আর নিজের ফুটবল প্রেম নিয়ে সৌরভ নিজে গতকাল বলেন, ‘আমি সারা জীবন ক্রিকেট খেললেও আমি বেড়ে উঠেছি ফুটবলে।’ এদিকে কলকাতা ফুটবলের উন্নতি প্রসঙ্গে সৌরভ বলেন, ‘কলকাতায় স্প্যানিশ ফুটবল মাইলফলক তৈরি করবে বলেই আমার আমার আশা। আপনারা অ্যাকাডেমি করলে বাংলার ছেলেরা আরও বেশি করে কলকাতার তিন প্রধান ক্লাবের হয়ে লিগে খেলার সুযোগ পাবে। এই দেশই মেসিকে তৈরি করেছে। এখান থেকেই উঠে এসেছেন ইনিয়েস্তা, জাভি, সার্জিও রামোস, পিকের মতো ফুটবলাররা। বাংলাতেও এমনটা হতে পরে বলে আমার আশা।’

এদিকে লা লিগা কর্তার সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় আপনাদের স্বাগত জানাতে চাই আমি। আমরা ফুটবল ভালোবাসি। ফুটবল নিয়ে বাংলার অতুলনাীয় উন্মাদনা আপনারাও অনুভব করতে পারবেন এবার। বাংলার প্রতিটি গ্রামেই ফুটবলের দেখা মেলে। বাংলায় লা লিগার ফুটবল অ্যাকাডেমি চালু হোক। বাংলা থেকে তৈরি হোক ভবিষ্যতের মেসি।’ এদিকে লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তাভেজ মেদ্রানো জানান, বাংলার ফুটবলপ্রেমের বিষয়ে তিনি অবগত। এদিকে স্বাক্ষরিত সমঝোতাপত্র অনুযায়ী, বাংলার ফুটবলের প্রসার ঘটাতে উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে জুড়তে চলেছে লা লিগা।