Asia Cup 2023: Injured Sri Lanka Spinner Maheesh Theekshana Out Of Asia Cup Final, Will Be Fit For World Cup

কলম্বো: আশঙ্কাই সত্যি হল। এশিয়া কাপের (Asia Cup) ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার সেরা স্পিনার। যা ভারতীয় শিবিরের মনোবল বাড়িয়ে তুলতে পারে।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার স্পিনার মাহিশ তিকশানা (Maheesh Theekshana)। তবে বিশ্বকাপের আগে তিকশানা সেরে উঠবেন বলেই জানানো হয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট সূত্রে।

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা জানিয়েছেন, গ্রেড থ্রি ইনজুরি হয়েছে তিকশানার। তবে শ্রীলঙ্কার মেডিক্যাল টিমের প্রধান জানিয়েছেন, বড়সড় টিয়ার হয়নি তিকশানার। বিশ্বকাপ সামনে না থাকলে ঝুঁকি নিয়ে তাঁকে এশিয়া কাপের ফাইনালে খেলানোও যেত। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখেই ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। প্রফেসর অর্জুন ডি সিলভা বলেছেন, ‘এমআরআই স্ক্যানে একটা টিয়ার ধরা পড়েছে। তবে বড়সড় নয়। ক্লিনিক্যালি ও ঠিক আছে। হাঁটাচলা করতে সেভাবে যন্ত্রণা হচ্ছে না। বিশ্বকাপ সামনে না থাকলে কালকের ম্যাচের জন্য ওকে তৈরি করে নিতাম। তবে সেই ঝুঁকি আর নেব না।’

তিকশানার বদলি হিসাবে দলে সাহান আরাচচিগেকে নেওয়া হয়েছে।

পাকিস্তানকে এশিয়া কাপের সুপার ফোরের রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা (SL vs Pak)। তবে পাক-বধ করে উঠেও স্বস্তিতে ছিলেন না গতবারের চ্যাম্পিয়নরা। কারণ, চোট পেয়েছিলেন দলের সেরা স্পিনার। ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে যা নিয়ে উদ্বেগ তৈরি করেছে শ্রীলঙ্কা শিবিরে।

 

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মহেশ তিকশানা (Maheesh Theekshana)। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিকশানা। শুক্রবার তাঁর চোট পাওয়া জায়গার স্ক্যান করানো হয়। শনিবার রিপোর্ট হাতে আসার পরই দেখা গেল, তিকশানাকে ছাড়াই ফাইনালে খেলতে হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial