Asia Cup Final 2023: India Playing Against Sri Lanka At R Premadasa Stadium In Colombo, When And Where To Watch The Match Live

কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) খেতাবি লড়াইয়ে রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। এই নিয়ে অষ্টমবার এশিয়া কাপের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই খেতাবি লড়াইয়ে একাধিক রেকর্ড ভাঙা, গড়ার সুযোগ রয়েছে। একদিকে ট্রফি জিতে যেখানে পাঁচ বছরের ট্রফি খরা কাটানোর পাশাপাশি ভারতের (Indian Cricket Team) সামনে এশিয়ার সফলতম দল হিসাবে নিজেদের রেকর্ড বজায় রাখার হাতছানি রয়েছে। সেখানে শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) সামনে খেতাব জিতে ভারতের কৃতিত্বে ভাগ বসানোর সুযোগ রয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে দশ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই ম্যাচেও ভারতীয় অধিনায়কের সামনে একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। রবিবাসরীয় ফাইনালে রোহিত শর্মা ৬১ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে এশিয়া কাপের ওয়ান ডে ফর্ম্যাটে হাজার রান করার কৃতিত্ব নিজের নামে করবেন।

এর পাশাপাশি টুর্নামেন্টের ওয়ান ডে ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ারও হাতছানি রয়েছে রোহিতের সামনে। তার জন্য প্রয়োজন আর ৩৩ রান। রোহিত যদি ম্যাচে অর্ধশতরান হাঁকাতে পারেন, তাহলে তিনি অর্জুন রণতুঙ্গার রেকর্ড ভেঙে এশিয়া কাপে সর্বাধিক সাত অর্ধশতরান করা অধিনায়ক হয়ে যাবেন। পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেলে প্রথম ভারতীয় হিসাবে পঞ্চম এশিয়া কাপ ফাইনাল খেলতে নামবেন ‘হিটম্যান’।  

কবে ম্যাচ?

১৭ সেপ্টেম্বর, রবিবার

কাদের ম্যাচ?

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা

কোথায় খেলা?

খেলাটি হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ?

খেলাটি শুরু হবে দুপুর ৩টে থেকে, তার ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর ২.৩০-এ হবে টস

কোথায় দেখবেন ম্যাচ?

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও মন খারাপ করবেন না। স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই খেলার         

আরও পড়ুন: ইউরোপে নজর কেড়েছেন, এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন মণীষা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial