SA vs AUS: নতুন মাইলস্টোন, ওয়ান ডে কেরিয়ারে ৪ হাজার রান পূরণ করলেন ডেভিড মিলার

<p style="text-align: justify;"><strong>সেঞ্চুরিয়ন:</strong> ওয়ান ডে কেরিয়ারে নিজের ৪ হাজার রান পূরণ করলেন ডেভিড মিলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে ম্য়াচ খেলতে নেমে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই বাঁহাতি বিধ্বংসী মিডল অর্ডার ব্য়াটার। ৪৫ বলের মারকাটারি এই ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান মিলার। এই রান করার পথেই ৪ হাজার রান পূর্ণ করে ফেলেন ৫০ ওভারের ফর্ম্যাটে দেশের জার্সিতে। ২২২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ক্লাসেনের সঙ্গে। ১৫৯টি ওয়ান ডে ম্যাচে ৪০২৭ রান ঝুলিতে পুরে নিয়েছেন মিলার। ২২টি অর্ধশতরান হাঁকিয়েছেন মিলার তাঁর ওয়ান ডে কেরিয়ারে।&nbsp;</p>
<p style="text-align: justify;">সেঞ্চুরিয়নে হওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা চতুর্থ ওয়ান ডে ম্যাচে ১৬৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল প্রোটিয়া শিবির। ১৭৪ রানের ম্যারাথন ইনিংস খেললেন হেনরিচ ক্লাসেন। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ১৩টি ছক্কা হাঁকান ক্লাসেন। ৬২ রান করেন ভ্যান ডার ডুসেন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৪১৬ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্য়াট করতে নেমে ২৫২ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ওয়ার্নার মাত্র ১২ রান করেন। অ্যালেক্স ক্যারি ১ রানের জন্য নিজের শতরান মিস করেন। ৯৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান ক্যারি। এছাড়া আর কেউই সেভাবে রান পাননি। ৩৫ রান করেন টিম ডেভিড।&nbsp;</p>
<p>&nbsp;দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্য়াচ খেলতে নেমে চোট পেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্য়াটার ট্রাভিস হেড। বাঁহাতে চোট পেয়েছেন তিনি। যার ফলে আসন্ন বিশ্বকাপের আগে অজি শিবিরের চিন্তা বাড়ল বই কমল না। প্রোটিয়া বোলার গেরাল কোয়েৎজের বলে পুল শট মারতে গিয়েছিলেন হেড। সেই সময়ই বাঁহাতে লাগে বলটি হেডের। স্ক্যান করা হয়েছে অজি ব্যাটারের। তবে এখনও পর্যন্ত চোট কতটা গুরুতর তা জানা যায়নি।&nbsp;</p>
<p>চোট পাওয়ার পর মাঠেই প্রাথমিক চিকিৎসা হয় হেডের। এরপর যদিও তিন বল খেলার পর তিনি রিটায়ার হার্ট হিসেবে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার হেডকোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ”ফ্র্যাকচার হয়েছে এমনটাই মনে হচ্ছে। তবে চোটের গুরুত্ব এখনও বোঝা সম্ভব হচ্ছে না। আশা করা যায় বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন হেড।”&nbsp;</p>