SSKM: এসএসকেএমে জানালার কাঁচ ভেঙে পড়ল রোগীর আত্মীয়ের মাথায়, রক্তারক্তি কাণ্ড!

এবার বড় বিপত্তি কলকাতার নামকরা সরকারি হাসপাতালে। অসুস্থ আত্মীয়কে হাসপাতালে ভর্তি করতে এসে নিজেই জখম হলেন এক যুবক। আর সেটাও আবার এসএসকেএম হাসপাতালের মধ্য়েই। শুক্রবারের ঘটনা। মারাত্মকভাবে জখম হয়েছেন ওই যুবক। তারা মাথা কেটে গিয়েছে।

সূত্রের খবর, হাসপাতালের ভবনের তিনতলার জানালার কাঁচ ভেঙে পড়ে ওই যুবকের মাথার উপর। এর জেরে তিনি মারাত্মকভাবে জখম হন। একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এমনকী তার মাথাতে সেলাইও করতে হয়েছে। শঙ্খশুভ্র সেন নামে ওই যুবককে ট্রমা কেয়ারে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা হল এসএসকেএমে?

সূত্রের খবর, হাসপাতালে পূর্ত দফতরের পক্ষ থেকে হাসপাতালে সংস্কার কাজ চলছিল। সেই সময় তার নীচে দিয়ে যাচ্ছিলেন শঙ্খ। তিনি হাসপাতালে এক অসুস্থ আত্মীয়কে নিয়ে এসেছিলেন। কিন্তু জানালার কাঁচ আচমকাই ঝনঝন করে ভেঙে পড়ে তার মাথার উপর। একেবারে রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। কোনওরকমে হাসপাতালে থাকা অন্যান্য পরিজনরা এসে তাকে রক্ষা করেন। ওপর থেকে কাঁচ ভেঙে তার মাথার উপর পড়ে যায়। তবে প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তিনি। আসলে মাথা যে চিড়ে গিয়েছে এটা বুঝতে পারেননি তিনি। পরে বুঝতে পারেন তাঁর মাথা কেটে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা দেখতে পান তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। এরপর তাকে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই যুবকের বাড়ি বর্ধমানে। বয়স তেত্রিশ বছর। তিনি মেসোমশাইকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। সেখানেই একেবারে ভয়াবহ ঘটনা। মেসোমশাইকে দুপুরে হাসপাতালে ভর্তি করে তিনি কার্ডিওয়লজি বিভাগের দিকে যাচ্ছিলেন। সেই সময় উপর থেকে তাঁর মাথায় কাঁচ ভেঙে পড়ে। তবে তিনি প্রাথমিক চিকিৎসার পরে ফের বর্ধমানে ফিরে যান। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। তবে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগীর পরিজনদের মধ্যে। কারণ ওই জায়গা দিয়ে অনেকেই যাতায়াত করেন। যে কোনও কারোর আরও বড় বিপদ হয়ে যেতে পারত।